বিভাগ ৮ • প্রেরিত ২১:১৮–২৮:৩১
“[তিনি] ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করতেন . . . কেউ তাকে বাধা দিত না”
প্রেরিত বইয়ের শেষ ভাগে আমরা দেখব, পৌল বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হন, কারাগারে কষ্ট সহ্য করেন এবং একের-পর-এক রোমীয় আধিকারিকদের সামনে তাকে হাজির করা হয়। কিন্তু, এই সমস্ত কিছু চলাকালীন তিনি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সাক্ষ্য দিয়ে চলেন। এই রোমাঞ্চিত ঘটনাগুলো পড়ার সময় নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি এই সাহসী ও উদ্যোগী সুসমাচার প্রচারকের মতো হতে পারি?’