বিভাগ ৬ • প্রেরিত ১৫:৩৬–১৮:২২
‘চলো, ফিরে যাই এবং দেখি, ভাইয়েরা কেমন আছে’
মণ্ডলীতে সীমা অধ্যক্ষের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? যিহোবার সংগঠন যখন কোনো দায়িত্ব কিংবা কাজ দেয়, তখন তা আনন্দের সঙ্গে গ্রহণ করলে কোন কোন আশীর্বাদ পাওয়া যায়? কীভাবে আমরা শাস্ত্র থেকে যুক্তি করতে পারি এবং যারা আমাদের বার্তা শোনে, তাদের পরিস্থিতি অনুযায়ী কেন আমাদের কথাবার্তায় রদবদল করা উচিত? এই বিভাগে আমরা যখন প্রেরিত পৌলের সঙ্গে তার দ্বিতীয় মিশনারি যাত্রায় ভ্রমণ করব, তখন এই সব প্রশ্নের উত্তরগুলোর পাশাপাশি আরও অন্যান্য প্রশ্নের উত্তরও পাব।