সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার কি করা উচিৎ?

আপনার কি করা উচিৎ?

আপনার কি করা উচিৎ?

৫০ আপনি কি ঐ সুন্দর পরমদেশে অনন্তকাল বাস করতে চান?

তাহলে ঈশ্বর কি বলেন তা আরও শিখুন। বাইবেল পড়া শিখতে চেষ্টা করুন।—যোহন ১৭:৩; প্রকাশিত ১:৩

৫১ যীশুর বিষয়ে আরো শিখুন।—দ্বিঃ বিবরণী ১৮:১৮,১৯; যোহন ৩:১৬; প্ররিত ৩:১৯-২৩

৫২ কেবল উত্তম বিষয়গুলি করতে চেষ্টা করুন এবং যিহোভার বাধ্য হোন।—রোমীয় ৬:১৭,১৮,২২

৫৩ স্মরণে রাখবেন, যিহোভা বলেন আমরা নরহত্যা করব না।—যাত্রা ২০:১৩; ১ যোহন ৩:১১,১২

৫৪ আমরা পরদ্রব্য নিব না।—যাত্রাপুস্তক ২০:১৫; ইফিষীয় ৪:২৮

৫৫ পরস্ত্রীর সাথে সহবাস করবে না।—যাত্রাপুস্তক ২০:১৪,১৭; ১ থিষলণীকীয় ৪:৩

৫৬ আপনার কি স্মরণে আছে ঈশ্বর এক স্বামীকে কতজন স্ত্রী দিয়েছিলেন? স্বামী স্ত্রীর সাথে কতকাল বাস করবে?—আদি ২:২২,২৪; মথি ১৯:৫,৬; ১ম করিন্থিয় ৭:২,১০,১১

৫৭ এও স্মরণে রাখবেন যে আমাদের কেবল যিহোভাকেই উপাসনা করতে হবে।—মথি ৪:১০; ১ করিন্থিয় ৮:৬

৫৮ মূর্ত্তি ও প্রতিমা আমাদের সাহায্য করতে পারে না। কেন?—১ করিন্থিয় ৮:৪

মূর্ত্তি রাখা কি ভাল?—দ্বিঃ বিবরণী ২৭:১৫; ১ যোহন ৫:২১

৫৯ তাবিজ পরা এবং ওঝার কাছে যাওয়া কেন খারাপ?—দ্বিঃ বিবরণী ১৮:১০-১৩; প্রকাশিত ২১:৮

৬০ মন্দ দূতরা বা ভূতগণ ঈশ্বরের বিরূদ্ধে বিদ্রোহ করে। তারা মানবজাতিকে বিভ্রান্ত করতে ভবিষ্যৎ কথকদের ব্যবহার করে।—প্রেরিত ১৬:১৬

৬১ আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা অর্থ ঈশ্বরের সাথে কথা বলা। তাকে বলা যে আমরা তাঁকে সেবা করতে চাই এবং তাঁর সাহায্য চাই—ফিলিপিয় ৪:৬,৭

৬২ আমাদের অবশ্যই যীশুকে মান্য এবং বিশ্বাস করতে হবে।—ইব্রীয় ৫:৯; যোহন ৩:১৬

৬৩ স্মরণে রাখুন যে তিনি আমাদের পরিত্রাণ দিতে মরেছিলেন। রোমীয় ৫:৮

৬৪ স্মরণে রাখুন যে যীশু আমাদের অদৃশ্য রাজা। আমাদের তাঁর বাধ্য হওয়া উচিৎ।—ফিলিপীয় ২:৯-১১; প্রকাশিত ১৯:১৬

৬৫ যীশু বলেছিলেন যে সমস্ত উত্তম বিষয় তোমরা শিখছ তা অন্যদেরত্ত বলবে এবং যারা ঈশ্বরকে সেবা করতে চায় তাদের বাপ্তাইজিত হতে হবে।—মথি ২৮:১৯,২০; যোহন ৪:৭-১৫

৬৬ কাজেই আপনি আপনার বন্ধুর কাছে এই উত্তম বিষয় সকল বলতে পারেন।—মথি ১০:৩২

৬৭ আপনি যদি ভালভাবে পড়তে শিখেন, আপনি আরো বহু বিষয় শিখতে পারেন এবং অন্যদেরও ভালভাবে সাহায্য করতে পারবেন।—২ তিমথীয় ২:১৫

৬৮ যীশু ছোট শিশুদেরও ঈশ্বরের বাধ্য হতে শিক্ষা দিয়েছিলেন। তিনি সর্বদায় তাদের সাথে কথা বলতে সময় দিতেন।—মথি ১৯:১৩-১৫

৬৯ পিতামাতাদের উচিৎ সর্বদা তাদের সন্তানদের ঈশ্বরের বাধ্য হতে এবং তাঁকে প্রেম করতে শিক্ষা দেওয়া।—দ্বিঃ বিবরণী ৬:৬,৭ হিতোপদেশ ৬:২০-২২; ইফিষীয় ৬:৪

৭০ অনেক ভিন্ন ভিন্ন গির্জা আছে। তাদের অনেক শিক্ষা বাইবেল থেকে নয়। যিহোভা আমাদের বলেন যে সকল ধর্ম সত্য শিক্ষা দেয় না সেগুলি পরিত্যাগ করুন।—প্রকাশিত ১৮:৪; যোহন ৪:২৩,২৪

৭১ যিহোভার সাক্ষীরা আপনাকে এ বিষয়ে আরো শিক্ষা দিতে পারবে। আপনি কি জানেন তারা কে?—প্রেরিত ১৫:১৪; রোমিয় ১০:১৪,১৫

৭২ তারা যিহোভার সাক্ষী। তাদের নিজেদের মধ্যে শান্তি আছে। আপনি কি জানেন কেন? কারণ তারা পরস্পরকে প্রেম করে।—যিশাইয় ৪৩:১০-১২; যোহন ১৩:৩৪,৩৫

৭৩ তারা যিহোভাকে ভালবাসে বলে বাপ্তিস্ম নেয় এইরূপে সাধারণে দেখায় যে তারা তাদের মন্দ জীবন পথ পরিত্যাগ করেছে এবং ঈশ্বরকে সেবা করে জীবন কাটাতে চায়।—প্রেরিত ২:৪১

৭৪ যিহোভার সাক্ষীরা নূতন সুন্দর পরমদেশে বাস করার আশা রাখে।—গীতসংহিতা ৩৭:৯-১১,২৯

৭৫ তাদের সাথে সেখানে বাস করতে আপনি কি করতে পারেন?—যাকোব ১:২২,২৫; ২:২০-২৬

যিহোভাকে সেবা করতে শিক্ষা নিতে তাদের সাথে যোগ দিন। তারা যিহোভা এবং খৃষ্ট যীশুকে প্রেম ও মান্য করেন। আপনি কি তাঁদের ভালোবাসেন? আপনি কি অন্যদের ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করতে চান?—যোহন ৬:৪৫-৪৭

৭৬ যাহোভা এবং খৃষ্ট যীশু আপনাকে ভালবাসেন এবং চান যে আপনি পরমদেশে চিরকাল থাকুন।—যোহন ৩:১৬

এই পুস্তিকাটিতে প্রদত্ত সংবাদ এবং ছবিগুলি বিবেচনা করে যা জেনেছেন তাতে আপনি নিশ্চয়ই পৃথিবীতে চিরজীবন উপভোগের আকাঙ্ক্ষী। আপনি যদি এই সম্বন্ধে আরো জানতে চান তবে স্হানীয় যিহোভার সাক্ষীদের সাথে কথা বলুন। অথবা আপনি লিখতে পারেন, বা আপনার হয়ে কাউকে এই পুস্তিকাটির ২য় পৃষ্ঠাতে প্রদত্ত ঠিকানাতে আপনার বাড়ীর নিকটস্থ অফিসে লিখতে বলুন।