আমরা কিরূপে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাই
আমরা কিরূপে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাই
৩৫ আপনার কি স্মরণে আছে যে প্রথম মানুষ আদম পাপ করে? সে তার জীবন ও পরমদেশ হারায় এবং আমরাও সকলে তারই বংশধররূপে মরি।—রোমিয় ৫:১২; ৩:২৩
৩৬ আরেকজন সিদ্ধ ব্যক্তি আমাদের জন্য তার জীবন দিলে অথবা আমাদিগকে মৃত্যু থেকে মুক্তি দিলে পরেই আমরা এই সিদ্ধ জীবন পুনরায় ফিরে পেতে পারি।—১ করিন্থিয় ১৫:৪৫; রোমিয় ৫:১৯,২১
৩৭ যীশু ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি একজন সিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি পাপ করেন নাই।—ইব্রীয় ৫:৯; ৭:২৬
৩৮ তিনি ঈশ্বর প্রেমহীনদের হাতে মৃত্যুবরণ করেন।—প্রেরিত ৩:২৩
ইহা ছিল আমাদের জন্য তার আত্মবলিদান।—১ তীমথিয় ২:৬
৩৯ যীশুকে একটি গুহা বা সমাধি কেটে কবর দেত্তয়া হয়। তিনি তিন দিন মৃত ছিলেন। তারপরে ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করেন।—৪০ তিনি স্বর্গে ফিরে যান। তিনি এখন ঈশ্বরের প্রতি বাধ্যদের সাহায্যার্থে তাঁর কাছে আবেদন করতে পারেন।—ইব্রীয় ৯:২৪; ১ যোহন ২:১,২