সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আমরা কিরূপে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাই

আমরা কিরূপে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাই

আমরা কিরূপে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ পাই

৩৫ আপনার কি স্মরণে আছে যে প্রথম মানুষ আদম পাপ করে? সে তার জীবন ও পরমদেশ হারায় এবং আমরাও সকলে তারই বংশধররূপে মরি।—রোমিয় ৫:১২; ৩:২৩

৩৬ আরেকজন সিদ্ধ ব্যক্তি আমাদের জন্য তার জীবন দিলে অথবা আমাদিগকে মৃত্যু থেকে মুক্তি দিলে পরেই আমরা এই সিদ্ধ জীবন পুনরায় ফিরে পেতে পারি।—১ করিন্থিয় ১৫:৪৫; রোমিয় ৫:১৯,২১

৩৭ যীশু ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি একজন সিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি পাপ করেন নাই।—ইব্রীয় ৫:৯; ৭:২৬

৩৮ তিনি ঈশ্বর প্রেমহীনদের হাতে মৃত্যুবরণ করেন।—প্রেরিত ৩:২৩

ইহা ছিল আমাদের জন্য তার আত্মবলিদান।—১ তীমথিয় ২:৬

৩৯ যীশুকে একটি গুহা বা সমাধি কেটে কবর দেত্তয়া হয়। তিনি তিন দিন মৃত ছিলেন। তারপরে ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করেন।—প্রেরিত ২:২৪

৪০ তিনি স্বর্গে ফিরে যান। তিনি এখন ঈশ্বরের প্রতি বাধ্যদের সাহায্যার্থে তাঁর কাছে আবেদন করতে পারেন।—ইব্রীয় ৯:২৪; ১ যোহন ২:১,২