সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর একটি মন্দ জগৎ ধ্বংস করলেন

ঈশ্বর একটি মন্দ জগৎ ধ্বংস করলেন

ঈশ্বর একটি মন্দ জগৎ ধ্বংস করলেন

১৮ আদমের বংশ অনেক বড় হল। তারা খুব খারাপও হল। ঈশ্বর তাদের ধবংস করবেন বলে স্থির করলেন।—আদিপুস্তক ৬:১,৫,

১৯ কিন্তু নোহ নামে একজন ভাল লোক ছিল।—আদিপুস্তক ৬:৮,৯

যিহোভা ঈশ্বর তাকে একটি বড় জাহাজ বানাতে বললেন যার ভিতরে সে এবং তার পরিবার রক্ষা পেবে যখন মন্দ লোকেরা ধবংস হবে। এই জাহাজটি একটি বড় বাস্কের মত ছিল। সেটার নাম ছিল আর্ক।—আদিপুস্তক ৬:১৩,১৪

২০ তারা আর্কের মধ্যে অনেক জন্তু নিয়েছিল।—আদিপুস্তক ৬:১৯-২১

২১ যিহোভা মহাবৃষ্টি ঘটালেন। সমস্ত মন্দ লোক মরল। যারা আর্কের মধ্যে ছিল তারাই বচিল। আপনি জানেন কেন?—আদিপুস্তক ৬:১৭; ৭:১১,১২,২১; ১ পিতর ৩:১০-১২