মানুষ কেন মরে?
মানুষ কেন মরে?
৮ যিহোভা ঈশ্বর চেয়েছিলেন মানুষ সমগ্র পৃথিবীকে সকলের উপভোগ্য একটি সুন্দর পরমদেশে পরিণত করবে।—আদিপুস্তক ১:২৮
আদম ও হবা যিহোভার বাধ্য থাকলে মনুষ্যজাতি চিরজীবন পেত। তাদেরকে সদসদ্জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে নিষেধ করা হয়েছিল।—আদিপুস্তক ২:১৫-১৭
৯ একটি দূত খারাপ হল এবং হবা ও আদমকে ঈশ্বরের অবাধ্য হতে একটি সর্পকে ব্যবহার করেছিল।—আদি ৩:১-৬
১০ যে দূতটি হবাকে প্রতারিত করেছিল তাকে ‘আদি সর্প’, দিয়াবল এবং শয়তান বলা হয়।—প্রকাশিত ১২:৯
আদিপুস্তক ৩:২৩,২৪
১১ যিহোভা ঐ অবাধ্য দম্পতীকে পরম দেশ হতে বিতারিত করেন।—১২ আদম ও হবার সন্তানাদি হল, কিন্তু সমগ্র পরিবারটি সুখী ছিল না।—আদিপুস্তক ৩:১৭,১৮
১৩ যিহোভার কথামত তাদের বুড়ো হয়ে মরতে হল।—আদিপুস্তক ৩:১৯, রোমিয় ৫:১২
১৪ তাই তাদের জন্তুদের মত মৃত্যু হল।
পৃথিবীতে সমস্ত প্রাণীই মরে।—উপদেশক ৩:১৮-২০; যিহিষ্কেল ১৮:৪