সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মৃত্যু কি?

মৃত্যু কি?

মৃত্যু কি?

১৫ মানুষ মরিলে, ধূলিতে ফিরে যায়। সে আর কিছুই জানেনা।—গীতসংহিতা ১৪৬:৪

মৃতেরা আপনার সাথে কথা বলতে পারে না বা কিছুই করতে পারে না।—উপদেশক ৯:৫,১০

১৬ কিন্তু আনেক দূতরা মন্দ হয়েছিল। এখন তারা মৃত ব্যক্তিদের মত হতে ভান করে। তারা আমাদের বিশ্বাস করাতে চায় যে আমরা প্রকৃত পক্ষে মরি না।—আদিপুস্তক ৬:১,২; যিহুদা ৬

১৭ কাজেই যিহোভা ঈশ্বর চান না যে আমরা ঐ মন্দ দূতগুলিকে বিশ্বাস করি, যাদের ভূত বলা হয়।—যাত্রাপুস্তক ২২:১৮; দ্বিঃ বিবরণী ১৮:১০,১১; ৩২:১৭

তিনি চান না যে আনরা যাদুবিদ্যা বা ভৌতিক কাজকর্মে লিপ্ত হই।—গালাতীয় ৫:১৯-২১