সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রস্তাবনা

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

আমাদের প্রিয় ভাই ও বোনেরা:

প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণের প্রথম সংখ্যা অর্থাৎ ২০০৮ সালের জানুয়ারি-মার্চ সংখ্যা আমাদেরকে আগ্রহজনক এক নতুন ধারাবাহিক প্রবন্ধের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, যেটার শিরোনাম ছিল “তাদের বিশ্বাস অনুকরণ করুন।” সেইসময় থেকে এই ধারাবাহিক প্রবন্ধগুলোর বেশ কিছু প্রবন্ধ ক্রমাগতভাবে প্রকাশিত হয়ে আসছে, যা সত্যিই আমাদের আনন্দকে বৃদ্ধি করে!

পাঠক-পাঠিকারা এই ধারাবাহিক প্রবন্ধগুলোর প্রতি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন? মার্থার ওপর একটি প্রবন্ধ পড়ার পর একজন পাঠিকা লিখেছিলেন: “এটি পড়ার পর আমি হেসে ফেলেছিলাম, কারণ আমি ঠিক তার মতোই সবসময় ভালোভাবে আতিথেয়তা দেখানোর চেষ্টা করতাম এবং তাতেই ব্যস্ত থাকতাম কিন্তু কখনো কখনো কাজের মাঝে একটু থেমে বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা উপভোগ করার কথাই ভুলে যেতাম।” এক কিশোরী ইষ্টেরের গল্প থেকে আগ্রহজনক এই উপসংহারে এসে পৌঁছেছিল: “আমি বুঝতে পেরেছি যে, আমরা পোশাক-আশাক আর নিত্যনতুন ফ্যাশনে ডুবে যেতে পারি। আমাদের সাজগোজ পরিপাটী হওয়া উচিত; কিন্তু এই ক্ষেত্রে আমরা চরম পর্যায়ে যেতে চাই না।” সে আরও বলে: “আমাদের ভিতরটা কেমন, যিহোবার কাছে সেটাই মূল্যবান।” আর প্রেরিত পিতরের ওপর লেখা একটি প্রবন্ধ পড়ে একজন খ্রিস্টান বোন এই জোরালো মন্তব্য করেছিলেন: “আমি যখন এটি পড়ছিলাম, তখন পুরোপুরিভাবে এটির মধ্যে ডুবে গিয়েছিলাম। মনে হয়েছিল যেন, আমি সেখানেই আছি। বিবরণগুলো যা ইঙ্গিত দেয়, আমি সেগুলো আমার ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করেছিলাম।”

এই পাঠক-পাঠিকারা ও সেইসঙ্গে অগণিত ব্যক্তি, যারা এই ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য উপলব্ধি দেখিয়ে চিঠি লিখেছেন, তারা বহু পূর্বে লেখা প্রেরিত পৌলের দ্বারা লিখিত এই কথার সত্যতা প্রমাণ করে: “পূর্ব্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল।” (রোমীয় ১৫:৪) হ্যাঁ, আমাদের মূল্যবান শিক্ষা প্রদান করার জন্য যিহোবা এই বিবরণগুলো বাইবেলে অন্তর্ভুক্ত করেছেন। যত বছর ধরেই সত্য জেনে থাকি না কেন, আমরা সকলেই তাদের কাছ থেকে শিখতে পারি।

আমরা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এই বইটি পড়ার জন্য আন্তরিকভাবে উৎসাহিত করছি। বইটিকে আপনার পারিবারিক উপাসনার কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারেন—আপনার সন্তানেরা এটিকে ভালোবাসবে। মণ্ডলীর বাইবেল অধ্যয়ন-এ যখন মণ্ডলীগতভাবে এটি আলোচনা করা হবে, তখন কোনো সপ্তাহ বাদ দেবেন না। ধীরে ধীরে, সময় নিয়ে এটি পড়ুন। আপনার কল্পনাশক্তিকে ব্যবহার করুন; ইন্দ্রিয়গুলো দিয়ে বোঝার চেষ্টা করুন। বাইবেলের সেই ব্যক্তিরা যা অনুভব করেছিলেন, তা অনুভব করার চেষ্টা করুন, তাদের দৃষ্টিতে বিষয়গুলো দেখার চেষ্টা করুন। নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে তারা যে-প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আর আপনি সেই পরিস্থিতিতে থাকলে যে-প্রতিক্রিয়া দেখাতেন, সেটার মধ্যে তুলনা করুন।

আপনাদের এই প্রকাশনা দিতে পারা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। এটি যেন আপনার ও আপনার পরিবারের জন্য এক আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়। প্রেম ও শুভেচ্ছা-সহ,

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী