সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১০

স্বরের ওঠা-নামা

স্বরের ওঠা-নামা

মথি ১০:২৭

সারাংশ: আওয়াজ, তীক্ষ্ণতা ও গতি বাড়ানো ও কমানোর মাধ্যমে বিভিন্ন ধারণা স্পষ্টভাবে তুলে ধরুন এবং শ্রোতাদের অনুভূতি জাগিয়ে তুলুন।

যেভাবে এটা করা যায়:

  • প্রয়োজনে আওয়াজ বাড়ান কিংবা কমান। মূল বিষয়গুলোর উপর জোর দেওয়ার এবং আপনার শ্রোতাদের অনুপ্রাণিত করার জন্য আপনার আওয়াজ বাড়ান। শাস্ত্র থেকে কোনো বিচারের বিষয়ে পড়ার সময়েও একই বিষয় করুন। আপনি যা বলতে যাচ্ছেন, সেই বিষয়ে কৌতূহল জাগিয়ে তোলার জন্য অথবা ভয় বা উদ্‌বিগ্নতা প্রকাশ করার জন্য আওয়াজ কমান।

  • প্রয়োজনে তীক্ষ্ণতা বাড়ান কিংবা কমান। আপনার ভাষায় যদি উপযুক্ত হয়, তা হলে উদ্যম প্রকাশ করার অথবা আকার কিংবা দূরত্ব সম্বন্ধে বলার সময়ে কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বাড়ান। দুঃখ অথবা উদ্‌বিগ্নতা প্রকাশ করার সময়ে কণ্ঠস্বরের তীক্ষ্ণতা কমান।

  • প্রয়োজনে গতি বাড়ান কিংবা কমান। উত্তেজনা প্রকাশ করার জন্য দ্রুত কথা বলুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার সময়ে ধীরে ধীরে কথা বলুন।