সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৩

ব্যাবহারিক মূল্য স্পষ্ট করা

ব্যাবহারিক মূল্য স্পষ্ট করা

যিশাইয় ৪৮:১৭

সারাংশ: আপনার শ্রোতাদের বুঝতে সাহায্য করুন যে, কীভাবে আপনার উপস্থাপনার বিষয়টা তাদের জীবনকে প্রভাবিত করে এবং দেখান যে, তারা যা শেখে, তা কীভাবে কাজে লাগাতে পারে।

যেভাবে এটা করা যায়:

  • আপনার শ্রোতাদের বিষয়ে চিন্তা করুন। এই বিষয়টা নিয়ে ধ্যান করুন যে, আপনার তুলে ধরা তথ্য কেন শ্রোতাদের শোনা প্রয়োজন এবং বিবেচনা করুন, বিষয়বস্তুর কোন দিকটা বিশেষভাবে তাদের সাহায্য করবে।

  • সমগ্র উপস্থাপনায় দেখান যে, আপনার শ্রোতাদের কী করতে হবে। একেবারে শুরু থেকেই প্রত্যেক শ্রোতার উপলব্ধি করা উচিত, ‘এটা আমার প্রতি প্রযোজ্য।’ প্রতিটা মূল বিষয় তুলে ধরার সময়ে দেখান যে, কীভাবে সেটা প্রয়োগ করা যায়। আর এক্ষেত্রে নির্দিষ্টভাবে কথা বলুন।