সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৫

দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলা

দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলা

১ থিষলনীকীয় ১:৫

সারাংশ: আপনার এই দৃঢ়বিশ্বাস প্রকাশ করুন যে, আপনি যা বলছেন, তা সত্য ও গুরুত্বপূর্ণ।

যেভাবে এটা করা যায়:

  • খুব ভালোভাবে প্রস্তুতি নিন। ততক্ষণ পর্যন্ত বিষয়বস্তু অধ্যয়ন করুন, যতক্ষণ না আপনি বোঝেন যে, মূল ধারণাগুলো কী এবং কীভাবে বাইবেল প্রমাণ করে যে, সেগুলো সত্য। আপনার উপস্থাপনার মূল বিষয়গুলো কয়েকটা সহজসরল শব্দের মাধ্যমে বলার চেষ্টা করুন। বিষয়বস্তু কীভাবে আপনার শ্রোতাদের সাহায্য করবে, সেটার উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করুন।

  • আপনার দৃঢ়প্রত্যয়কে প্রকাশ করে এমন শব্দগুলো ব্যবহার করুন। প্রকাশনায় ব্যবহৃত শব্দগুলো হুবহু ব্যবহার করার পরিবর্তে নিজের ভাষায় কথা বলুন। এমন শব্দ বাছাই করুন, যেগুলো দেখায় যে, আপনি যা বলছেন, সেই বিষয়ে আপনি নিশ্চিত।

  • আন্তরিক ও অকপটভাবে নিজেকে প্রকাশ করুন। তা করার সময়ে আপনার আওয়াজ যেন উপযুক্ত হয়। শ্রোতাদের দিকে তাকিয়ে কথা বলুন, যদি সেটা করা বিব্রতকর না হয়।