সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৮

আপনার শ্রোতাদের জন্য তথ্য জোগানো

আপনার শ্রোতাদের জন্য তথ্য জোগানো

১ করিন্থীয় ৯:১৯-২৩

সারাংশ: আপনার শ্রোতাদের চিন্তা করার জন্য উদ্দীপিত করুন যেন তারা অনুভব করে যে, তারা মূল্যবান কিছু শিখেছে।

যেভাবে এটা করা যায়:

  • আপনার শ্রোতারা ইতিমধ্যেই কী কী জানে, তা বিবেচনা করুন। তারা আগেও যা শুনেছে, কেবল সেটাই পুনরায় বলার পরিবর্তে, তাদের বিষয়টাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করুন।

  • গবেষণা ও ধ্যান করুন। যদি সম্ভব হয়, তা হলে মুখ্য ধারণাগুলো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার জন্য কম পরিচিত তথ্যগুলো অথবা সাম্প্রতিক ঘটনাগুলো অন্তর্ভুক্ত করুন। আপনার বিষয়বস্তু সম্বন্ধে আর এর পাশাপাশি আপনি যে-তথ্যগুলো তুলে ধরতে চান, সেগুলোর সঙ্গে আপনার বিষয়বস্তুর যে-সম্পর্ক রয়েছে, সেই সম্বন্ধে গভীরভাবে চিন্তা করুন।

  • আপনার বার্তার ব্যাবহারিক দিকগুলো দেখান। ব্যাখ্যা করুন যে, কীভাবে শাস্ত্রীয় বিষয়গুলো আপনার শ্রোতাদের দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারে। নির্দিষ্ট কিছু পরিস্থিতি, মনোভাব ও কাজ নিয়ে আলোচনা করুন, যেগুলো আপনার শ্রোতাদের ক্ষেত্রে প্রযোজ্য।