সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৯

হৃদয়ে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করা

হৃদয়ে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করা

হিতোপদেশ ৩:১

সারাংশ: আপনার শ্রোতারা যা শিখছে, সেটার মূল্য বুঝতে এবং সেটা কাজে লাগাতে তাদের সাহায্য করুন।

যেভাবে এটা করা যায়:

  • আপনার শ্রোতাদের আত্মপরীক্ষা করতে সাহায্য করুন। শ্রোতাদের এমন প্রশ্নগুলো জিজ্ঞেস করুন, যেগুলোর সাহায্যে তারা নিজেদের অনুভূতি পরীক্ষা করে দেখতে পারবে।

  • উত্তম উদ্দেশ্য স্থাপন করার জন্য অনুপ্রাণিত করুন। আপনার শ্রোতাদের এটা পরীক্ষা করার জন্য জোরালো পরামর্শ দিন যে, কেন তারা ভালো কাজগুলো করে থাকে। তাদের সর্বোত্তম উদ্দেশ্যগুলো স্থাপন করতে সাহায্য করুন, যেগুলো হল যিহোবার প্রতি, সহমানবদের প্রতি ও বাইবেলের শিক্ষার প্রতি প্রেম। আপনার শ্রোতাদের সঙ্গে যুক্তি করুন; তাদের উদ্দেশে ভাষণ দেবেন না। আপনার উপস্থাপনার শেষে তারা যেন বিব্রত কিংবা দোষী বোধ করার পরিবর্তে উৎসাহিত বোধ করে এবং তাদের সর্বোত্তমটা করার জন্য অনুপ্রাণিত হয়।

  • যিহোবার প্রতি মনোযোগ আকর্ষণ করান। এই বিষয়টা তুলে ধরুন যে, কীভাবে বাইবেলের শিক্ষা, নীতি ও আজ্ঞাগুলো ঈশ্বরের গুণাবলি এবং আমাদের প্রতি তাঁর ভালোবাসাকে প্রতিফলিত করে। আপনার শ্রোতাদের মনে যিহোবার অনুভূতি বিবেচনা করার এবং তাঁকে খুশি করার আকাঙ্ক্ষা গড়ে তুলুন।