সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৭

সঠিক ও দৃঢ়প্রত্যয়জনক তথ্য

সঠিক ও দৃঢ়প্রত্যয়জনক তথ্য

লূক ১:৩

সারাংশ: আপনার শ্রোতাদের সঠিক উপসংহারে পৌঁছাতে সাহায্য করার জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ ব্যবহার করুন।

যেভাবে এটা করা যায়:

  • নির্ভরযোগ্য উৎসগুলো খুঁজে বের করুন ও ব্যবহার করুন। ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে মন্তব্য করুন আর যখনই সম্ভব, বাইবেল থেকে সরাসরি পড়ুন। আপনি যদি কোনো বিজ্ঞান সম্বন্ধীয় তথ্য, কোনো খবর, কোনো অভিজ্ঞতা অথবা আপনার বিষয়বস্তুকে সমর্থন করে এমন অন্য কোনো প্রমাণের বিষয়ে উল্লেখ করেন, তা হলে আগে থেকে নিশ্চিত করুন যে, আপনার উৎস বিশ্বাসযোগ্য ও সাম্প্রতিক।

  • উৎসগুলো সঠিকভাবে ব্যবহার করুন। শাস্ত্রপদগুলোকে সেগুলোর প্রসঙ্গ, বাইবেলের সার্বিক বার্তা এবং ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ প্রকাশনাগুলোর সঙ্গে মিল রেখে ব্যাখ্যা করুন। (মথি ২৪:৪৫) কোনো জাগতিক উৎস থেকে তথ্য ব্যবহার করার সময়ে সেটার প্রকৃত অর্থ পরিবর্তন করবেন না অথবা লেখক যা বোঝাতে চেয়েছেন, সেটার চেয়ে ভিন্ন কিছু বলবেন না।

  • প্রমাণ নিয়ে যুক্তি করুন। কোনো শাস্ত্রপদ পড়ার পর অথবা কোনো উৎসের বিষয়ে উল্লেখ করার পর কৌশলতার সঙ্গে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করুন কিংবা বিষয়টা কোনো উদাহরণের মাধ্যমে তুলে ধরুন, যাতে আপনার শ্রোতারা নিজেরাই উপসংহারে পৌঁছাতে পারে।