সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৮

শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত দৃষ্টান্ত

শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত দৃষ্টান্ত

মথি ১৩:৩৪, ৩৫

সারাংশ: আপনার শিক্ষাদানের মানকে এমন সহজসরল দৃষ্টান্ত ব্যবহার করার মাধ্যমে আরও উন্নত করুন, যেগুলো আপনার শ্রোতাদের কাছে আগ্রহজনক হবে এবং তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দেবে।

যেভাবে এটা করা যায়:

  • সহজসরল দৃষ্টান্ত বাছাই করুন। যিশুর মতোই বড়ো বড়ো বিষয় বোঝানোর জন্য ছোটো ছোটো বিষয় ব্যবহার করুন এবং কঠিন বিষয়গুলো বোঝানোর জন্য সহজ বিষয়গুলো ব্যবহার করুন। দৃষ্টান্তটাকে জটিল করে তুলতে পারে এমন অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলো যুক্ত করবেন না। খেয়াল রাখবেন যেন আপনার দৃষ্টান্তের মূল বিষয়গুলো ঠিকমতো আপনার দেওয়া শিক্ষার প্রতি প্রযোজ্য হয়, যাতে আপনার শ্রোতারা কোনো কোনো বিষয়ে অমিল দেখে বিক্ষিপ্ত হয়ে না পড়ে।

  • আপনার শ্রোতাদের কথা মাথায় রাখুন। সেই দৃষ্টান্তগুলো বাছাই করুন, যেগুলো আপনার শ্রোতাদের কাজকর্ম ও আগ্রহের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। সতর্ক থাকুন যেন আপনার দৃষ্টান্তগুলো শ্রোতাদের বিব্রত অথবা অসন্তুষ্ট না করে।

  • মূল বিষয়টা শিক্ষা দিন। ছোটোখাটো বিষয় নয় বরং মূল বিষয়গুলো বোঝানোর জন্য দৃষ্টান্ত ব্যবহার করার উপর মনোযোগ দিন। নিশ্চিত করুন যেন আপনার শ্রোতা কেবল দৃষ্টান্ত নয় কিন্তু সেইসঙ্গে দৃষ্টান্ত থেকে পাওয়া শিক্ষাটাও মনে রাখেন।