খণ্ড ৮
ইস্রায়েলের লোকেরা কনানে প্রবেশ করে
যিহোশূয় ইস্রায়েলকে কনান জয় করার ক্ষেত্রে নেতৃত্ব দেন। যিহোবা তাঁর লোকেদেরকে উৎপীড়ন থেকে উদ্ধার করার জন্য বিচারকদের ক্ষমতা প্রদান করেন
ইস্রায়েল কনান দেশে প্রবেশ করার শত শত বছর আগে, যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন যে, সেই দেশটা অব্রাহামের বংশধরদের হবে। এখন যিহোশূয়ের নেতৃত্বে ইস্রায়েলীয়রা সেই প্রতিজ্ঞাত দেশের অধিকার লাভ করার জন্য প্রস্তুত।
ঈশ্বর কনানীয়দেরকে ধ্বংসের যোগ্য হিসেবে বিবেচনা করেছিলেন। তারা সেই দেশকে অত্যন্ত জঘন্য যৌন অভ্যাস ও সেইসঙ্গে অবাধ রক্তপাতের দ্বারা পরিপূর্ণ করেছিল। তাই, ইস্রায়েলীয়রা কনানীয়দের যে-নগরগুলো জয় করেছিল, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করার দরকার ছিল।
কিন্তু, সেই দেশে প্রবেশ করার আগে যিহোশূয় দুজন গুপ্তচরকে পাঠিয়েছিলেন, যারা যিরীহো নগরে রাহব নামে এক মহিলার বাড়িতে থেকেছিল। যদিও তিনি জানতেন যে, তারা ইস্রায়েলীয় ছিল, তবুও তিনি তাদেরকে তার ঘরে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তাদের সুরক্ষা করেছিলেন। ইস্রায়েলীয়দের ঈশ্বরের প্রতি রাহবের বিশ্বাস ছিল কারণ তিনি যিহোবার লোকেদের পক্ষে তাঁর সুরক্ষামূলক কাজগুলো সম্বন্ধে শুনেছিলেন। তিনি সেই গুপ্তচরদের দিয়ে এই প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে, তাকে ও তার পরিবারকে যেন হত্যা করা না হয়।
পরে, ইস্রায়েলীয়রা যখন কনানে প্রবেশ করেছিল ও যিরীহোর বিরুদ্ধে এসেছিল, তখন যিহোবা অলৌকিকভাবে যিরীহোর প্রাচীর ভেঙে দিয়েছিলেন। যিহোশূয়ের সেনাবাহিনী দ্রুত অগ্রসর হয়ে সেই নগর ধ্বংস করেছিল কিন্তু তারা রাহব ও তার পরিবারকে হত্যা করেনি। এরপর, ছয় বছরের ত্বরিতগতির সামরিক অভিযানের ফলে যিহোশূয় প্রতিজ্ঞাত দেশের বিরাট অংশ জয় করে ফেলেছিলেন। তারপর, সেই দেশকে ইস্রায়েলের বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল।
যিহোশূয় তার দীর্ঘ কর্মজীবনের শেষের দিকে লোকেদের একসঙ্গে ডেকেছিলেন। তিনি তাদের সঙ্গে, তাদের পূর্বপুরুষদের প্রতি যিহোবার আচরণ সম্বন্ধে পুনরোলাচনা করেছিলেন এবং তাদেরকে যিহোবার সেবা করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেছিলেন। কিন্তু, যিহোশূয় ও তার ঘনিষ্ঠ সহযোগীরা মারা যাওয়ার পর, ইস্রায়েলীয়রা মিথ্যা দেবতাদের সেবা করার জন্য যিহোবাকে পরিত্যাগ করেছিল। প্রায় ৩০০ বছর ধরে সেই জাতি অবিরতভাবে যিহোবার আইনগুলো মেনে চলেনি। সেই সময়ে, তাদেরকে উৎপীড়ন করার জন্য যিহোবা ইস্রায়েলের শত্রুদের যেমন, পলেষ্টীয়দের অনুমোদন করেছিলেন। কিন্তু ইস্রায়েলীয়রা যখন সাহায্যের জন্য যিহোবাকে ডেকেছিল, তখন তিনি তাদেরকে রক্ষা করার জন্য বিচারকদেরকে—সর্বমোট ১২ জনকে—নিযুক্ত করেছিলেন।
বিচারকর্ত্তৃগণের বিবরণ বইয়ে লিপিবদ্ধ বিচারকদের সময়কাল শুরু হয়েছিল অৎনিয়েলের সময়ে এবং শেষ হয়েছিল শিম্শোনের সময়ে, যিনি শারীরিকভাবে সর্বকালের সবচেয়ে শক্তিশালী পুরুষ ছিলেন। বাইবেলের বিচারকর্ত্তৃগণের বিবরণ বইয়ে লিপিবদ্ধ রোমাঞ্চকর বর্ণনায় বার বার যে-মৌলিক সত্যটা তুলে ধরা হয়েছে, তা হল: যিহোবার প্রতি বাধ্যতা আশীর্বাদ এবং অবাধ্যতা বিপর্যয় নিয়ে আসে।
—যিহোশূয়ের পুস্তক; বিচারকর্ত্তৃগণের বিবরণ; লেবীয় পুস্তক ১৮:২৪, ২৫ পদের ওপর ভিত্তি করে।