সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৩

প্রথম মানব-মানবী

প্রথম মানব-মানবী

এই ছবিতে কী পার্থক্য দেখা যায়? হ্যাঁ, এখানে মানুষ রয়েছে। তারা হচ্ছে প্রথম পুরুষ ও নারী। কে তাদেরকে সৃষ্টি করেছেন? ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন। তুমি কি ঈশ্বরের নাম জান? তাঁর নাম যিহোবা। আর এই পুরুষকে আদম এবং নারীকে হবা বলে ডাকা হতো।

যিহোবা ঈশ্বর আদমকে এভাবে সৃষ্টি করেছিলেন। তিনি প্রথমে ভূমি থেকে কিছু ধুলো নিয়ে একটা নিখুঁত দেহ, একটি পুরুষের দেহ তৈরি করেছিলেন। এরপর, তিনি সেই পুরুষের নাকে ফুঁ দিয়েছিলেন আর আদম জীবনলাভ করেছিলেন।

যিহোবা ঈশ্বর আদমকে একটা কাজ দিয়েছিলেন। তিনি আদমকে সমস্ত ধরনের পশুপাখির নাম রাখতে বলেছিলেন। সমস্ত পশুপাখির জন্য সবচেয়ে ভালো নাম বাছাই করার জন্য আদম হয়তো অনেক দিন ধরে সেগুলোর প্রতি লক্ষ রেখেছিলেন। আদম যখন পশুপাখিদের নাম দিচ্ছিলেন, তখন তিনি একটা বিষয় লক্ষ করতে শুরু করেন। তুমি কি জান সেটা কী?

সমস্ত পশুপাখির সাথি ছিল। সেখানে বাবা হাতি আর মা হাতি ছিল এবং বাবা সিংহ ও মা সিংহ ছিল। কিন্তু, সেখানে আদমের সাথি হওয়ার জন্য কেউ ছিল না। তাই, যিহোবা আদমকে গভীরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন এবং আদমের দেহের এক পাশ থেকে পাঁজরের একটা হাড় নিয়েছিলেন। সেই পাঁজরটা ব্যবহার করে যিহোবা আদমের জন্য এক নারী সৃষ্টি করেছিলেন আর সেই নারীই আদমের স্ত্রী হয়েছিলেন।

তখন আদম কতই-না খুশি হয়েছিলেন! আর একটু ভেবে দেখো, এইরকম অপূর্ব একটা বাগানে থাকতে পেরে হবা নিশ্চয়ই কতই-না খুশি হয়েছিলেন! এখন তাদের সন্তান হতে পারে আর তারা একসঙ্গে আনন্দে বাস করতে পারে।

যিহোবা চেয়েছিলেন যেন আদম ও হবা চিরকাল বেঁচে থাকে। তিনি চেয়েছিলেন যেন আদম ও হবা পুরো পৃথিবীকে এদন বাগানের মতো সুন্দর করে তোলে। আদম ও হবা যখন চিন্তা করেছিল যে, তারাই সেই কাজ করবে, তখন তারা নিশ্চয়ই খুব খুশি হয়েছিল, তাই-না? তোমারও কি এই পৃথিবীকে একটা সুন্দর বাগানে পরিণত করার কাজে অংশ নিতে পেরে ভালো লাগত না? কিন্তু, আদম ও হবার আনন্দ স্থায়ী হয়নি। চলো আমরা দেখি যে, কেন তা হয়নি।

যাত্রাপুস্তক ৩:১৫; আদিপুস্তক ১:২৬-৩১; ২:৭-২৫.