সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৬

একটি সুপুত্র এবং অন্যটি মন্দ

একটি সুপুত্র এবং অন্যটি মন্দ

এখানে কয়িন ও হেবলকে দেখো। তারা দুজনেই বড়ো হয়ে গিয়েছে। কয়িন একজন কৃষক হয়েছেন। তিনি শস্য, ফলমূল ও শাকসবজি উৎপাদন করেন।

হেবল একজন মেষপালক হয়েছেন। তিনি মেষশাবকদের যত্ন নিতে পছন্দ করেন। মেষগুলো বেড়ে ওঠে আর তাই খুব শীঘ্র হেবলের এক বড়ো মেষপাল হয়ে যায়। তিনি সেই পালের দেখাশোনা করতেন।

একদিন কয়িন ও হেবল ঈশ্বরের জন্য উপহার নিয়ে আসে। কয়িন নিজের উৎপাদিত কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসেন। আর হেবল তার পালের সবচেয়ে ভালো মেষটা নিয়ে আসেন। যিহোবা হেবলকে ও তার উপহার দেখে খুশি হন। কিন্তু, তিনি কয়িনের প্রতি খুশি ছিলেন না আর তাই তার উপহারও তাঁকে খুশি করে না। তুমি কি এর কারণটা জান?

এই কারণে নয় যে, হেবলের উপহার কয়িনের উপহারের চেয়ে ভালো। বরং, এর কারণ হল হেবল একজন ভালো মানুষ।তিনি যিহোবাকে ও তার ভাইকে ভালোবাসেন। কিন্তু, কয়িন হলেন মন্দ; তিনি তার ভাইকে ভালোবাসেন না।

তাই, ঈশ্বর কয়িনকে বলেন যে, তার আচরণ পরিবর্তন করা উচিত। কিন্তু, কয়িন তা শোনেন না। ঈশ্বর হেবলকে বেশি পছন্দ করতেন বলে তিনি অনেক রেগে যান। তাই, কয়িন হেবলকে বলেন, ‘চলো আমরা মাঠে যাই।’ সেখানে তাদের চারপাশে যখন কেউ ছিল না, তখন কয়িন তার ভাই হেবলকে আঘাত করেন। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে, হেবল মারা যান। কয়িন যা করেছেন, সেটা কি একটা সাংঘাতিক কাজ ছিল না?

যদিও হেবল মারা গিয়েছেন কিন্তু ঈশ্বর তাকে এখনও মনে রেখেছেন। হেবল একজন ভালো ব্যক্তি ছিলেন আর যিহোবা এইরকম ব্যক্তিদের কখনোই ভুলে যান না। তাই, একদিন যিহোবা ঈশ্বর হেবলকে আবারও জীবনে ফিরিয়ে আনবেন। সেই সময়ে হেবলকে আর মারা যেতে হবে না। তিনি এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবেন। হেবলের মতো ব্যক্তিদের সঙ্গে পরিচিত হতে পারাটা কি এক দারুণ বিষয় হবে না?

কিন্তু, ঈশ্বর কয়িনের মতো ব্যক্তিদের পছন্দ করেন না। তাই, কয়িন তার ভাইকে হত্যা করার পর, ঈশ্বর তাকে তার পরিবারের বাকি সদস্যদের কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়ে শাস্তি দিয়েছিলেন। কয়িন যখন পৃথিবীর আরেক প্রান্তে বাস করার জন্য চলে গিয়েছিলেন, তখন তিনি তার সঙ্গে তার এক বোনকে নিয়ে গিয়েছিলেন আর এই বোনই তার স্ত্রী হয়েছিলেন।

পরবর্তী সময়ে কয়িন ও তার স্ত্রী সন্তানের জন্ম দিতে শুরু করেছিল। আদম ও হবার অন্যান্য ছেলে-মেয়েও বিয়ে করেছিল এবং তাদেরও সন্তান হয়েছিল। খুব শীঘ্র পৃথিবীতে অনেক লোক হয়ে গিয়েছিল। চলো আমরা তাদের মধ্যে কয়েক জনের বিষয়ে শিখি।

আদিপুস্তক ৪:২-২৬; ১ যোহন ৩:১১, ১২; যোহন ১১:২৫.