সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৭

একজন সাহসী পুরুষ

একজন সাহসী পুরুষ

পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল কিন্তু তাদের মধ্যে অধিকাংশই কয়িনের মতো মন্দ কাজ করত। তবে, তাদের মধ্যে একজন পুরুষ আলাদা ছিলেন। তিনি হলেন হনোক নামের এই পুরুষটি। হনোক একজন সাহসী পুরুষ ছিলেন। যদিও তার চারপাশের লোকেরা অনেক মন্দ কাজ করছিল কিন্তু হনোক ঈশ্বরের সেবা করে যাচ্ছিলেন।

তুমি কি জান, কেন তখনকার লোকেরা এত মন্দ কাজ করত? একটু চিন্তা করে দেখো তো, কে আদম ও হবাকে ঈশ্বরের অবাধ্য হতে এবং ঈশ্বর তাদেরকে যে-ফল খেতে বারণ করেছিলেন, তা খেতে প্ররোচিত করেছিল? হ্যাঁ, সে ছিল একজন মন্দদূত। বাইবেলে তাকে শয়তান বলা হয়েছে। আর সে সকলকে মন্দ ব্যক্তিতে পরিণত করার চেষ্টা করছে।

একদিন, যিহোবা ঈশ্বর হনোকের মাধ্যমে লোকেদের কাছে এমন কিছু বলেন, যা তারা শুনতে চায়নি। সেটা ছিল: ‘ঈশ্বর একদিন সমস্ত মন্দ লোককে ধ্বংস করতে যাচ্ছেন।’ এটা শুনে লোকেরা সম্ভবত অনেক রেগে গিয়েছিল। তারা হয়তো হনোককে হত্যা করার চেষ্টা করেছিল। তাই, ঈশ্বর যা করতে যাচ্ছেন, সেই বিষয়ে লোকেদের কাছে বলার জন্য হনোককে অনেক সাহসী হতে হয়েছিল।

ঈশ্বর হনোককে সেই মন্দ লোকেদের মাঝে অনেক বছর ধরে বেঁচে থাকতে দেননি। হনোক মাত্র তিন-শো পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন। কেন আমরা বলছি যে, “মাত্র তিন-শো পঁয়ষট্টি বছর”? কারণ তখনকার লোকেরা এখনকার লোকেদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং আরও বেশি দিন বেঁচে থাকত। যেমন, হনোকের ছেলে মথূশেলহ নয়-শো উনসত্তর বছর বেঁচে ছিলেন!

যাইহোক, হনোকের মৃত্যুর পর লোকেরা দিন দিন কেবল আরও মন্দই হতে থাকে। বাইবেল বলে যে, ‘তাদের সমস্ত চিন্তাই শুধু মন্দ ছিল’ এবং ‘পৃথিবী হিংস্রতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল।’

তুমি কি জান, তখন যে-সমস্ত কারণে পৃথিবীতে এত সমস্যা ছিল, সেগুলোর মধ্যে একটা কী? এর কারণ হল শয়তানের হাতে মানুষকে দিয়ে মন্দ কাজ করানোর একটা নতুন উপায় ছিল। এর পরের গল্পে আমরা সেই বিষয়ে শিখব।

আদিপুস্তক ৫:২১-২৪, ২৭; ৬:৫, ১১-১৩; ইব্রীয় ১১:৫; যিহূদা ১৪, ১৫.