গল্প ৮
পৃথিবীতে দৈত্যাকৃতি ব্যক্তিরা
তোমার দিকে যদি এমন কেউ এগিয়ে আসত, যে তোমার ঘরের ছাদের সমান লম্বা, তাহলে তুমি কী চিন্তা করতে? এই ব্যক্তি নিশ্চয়ই একটা দৈত্য! একটা সময়ে পৃথিবীতে সত্যি সত্যিই দৈত্যাকৃতি ব্যক্তিরা ছিল। বাইবেল দেখায় যে, তাদের বাবারা ছিল স্বর্গের দূতেরা। কিন্তু, কীভাবে তা হতে পারে?
মনে করে দেখো, এক মন্দদূত শয়তান, সমস্যা সৃষ্টি করায় ব্যস্ত ছিল। এমনকী সে ঈশ্বরের দূতদেরকেও মন্দদূতে পরিণত করার চেষ্টায় ছিল। একটা সময়ে, এই স্বর্গদূতদের মধ্যে কেউ কেউ শয়তানের কথা শুনতে আরম্ভ করেছিল। তারা সেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, যা ঈশ্বর তাদেরকে স্বর্গে করতে দিয়েছিলেন। আর তারা পৃথিবীতে নেমে এসেছিল এবং নিজেদের জন্য মানবদেহ তৈরি করে নিয়েছিল। তুমি কি জান, কেন?
বাইবেল আমাদের বলে যে, এর কারণটা হল ঈশ্বরের এই পুত্রেরা পৃথিবীতে সুন্দরী নারীদের দেখে তাদের সঙ্গে বসবাস করতে চেয়েছিল। তাই, তারা পৃথিবীতে এসে এই নারীদের বিয়ে করেছিল। বাইবেল বলে যে, সেটা ভুল কারণ ঈশ্বর স্বর্গদূতদেরকে স্বর্গে বসবাস করার জন্য সৃষ্টি করেছিলেন।
এই স্বর্গদূতদের ও তাদের স্ত্রীদের যে-বাচ্চা হয়েছিল, সেই বাচ্চারা আলাদা ছিল। প্রথমে হয়তো তাদেরকে খুব বেশি আলাদা বলে মনে হয়নি। কিন্তু, তারা ক্রমাগত বাড়তেই থাকে এবং শক্তিশালী হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা দৈত্যাকৃতি ব্যক্তিতে পরিণত হয়েছিল।
এই দৈত্যাকৃতি ব্যক্তিরা মন্দ ছিল। আর তারা যেহেতু অনেক বড়ো ও শক্তিশালী ছিল, তাই তারা লোকেদের আঘাত করত। তারা অন্য সকলকেও তাদের মতো মন্দ হওয়ার জন্য জোরাজুরি করত।
যদিও হনোক মারা গিয়েছিলেন কিন্তু তখন পৃথিবীতে একজন ভালো ব্যক্তি ছিলেন। এই ব্যক্তির নাম নোহ। তিনি সবসময় সেই কাজই করতেন, যা ঈশ্বর তাকে করতে বলতেন।
একদিন ঈশ্বর নোহকে বলেছিলেন যে, সমস্ত মন্দ লোককে ধ্বংস করার জন্য তাঁর সময় হয়ে গিয়েছে। কিন্তু, ঈশ্বর নোহ, তার পরিবার এবং অনেক পশুপাখিকে রক্ষা করতে যাচ্ছিলেন। চলো আমরা দেখি যে, ঈশ্বর কীভাবে তা করেছিলেন।
আদিপুস্তক ৬:১-৮; যিহূদা ৬.