সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৫

এক কষ্টকর জীবন শুরু হয়

এক কষ্টকর জীবন শুরু হয়

এদন বাগানের বাইরে আদম ও হবাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তাদেরকে খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাদের চারপাশে তারা সুন্দর সুন্দর ফলগাছের পরিবর্তে অনেক কাঁটাগাছ জন্মাতে দেখেছিল। এই বিষয়গুলোই ঘটেছিল, যখন আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং তাঁর বন্ধু হিসেবে থাকেনি।

কিন্তু, এর চেয়েও খারাপ বিষয়টা হল, আদম ও হবা মৃত্যুর দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। মনে করে দেখো, ঈশ্বর তাদেরকে সাবধান করে দিয়েছিলেন, তারা যদি একটা নির্দিষ্ট গাছের ফল খায়, তাহলে তারা মারা যাবে। তারা যে-দিন সেই ফল খেয়েছিল, ঠিক সেই দিন থেকেই মৃত্যুর দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। ঈশ্বরের কথা না শুনে তারা কত বোকার মতো কাজই-না করেছিল!

আদম ও হবার সমস্ত সন্তান, তাদের বাবা-মাকে ঈশ্বর এদন বাগান থেকে বের করে দেওয়ার পরই জন্মগ্রহণ করেছিল। তার মানে হল, সেই সন্তানদেরও বৃদ্ধ হতে এবং মারা যেতে হবে।

আদম ও হবা যদি যিহোবার বাধ্য থাকত, শুধুমাত্র তাহলেই তাদের এবং তাদের সন্তানদের জীবন সুখের হতো। তারা সকলে চিরকাল ধরে পৃথিবীতে সুখে-শান্তিতে বাস করতে পারত। কাউকেই বৃদ্ধ ও অসুস্থ হতে হতো না এবং মারা যেতেও হতো না।

ঈশ্বর চেয়েছিলেন যেন লোকেরা চিরকাল সুখে-শান্তিতে বাস করে এবং তিনি প্রতিজ্ঞা করেন যে, একদিন তা পূর্ণ হবেই। কেবলমাত্র পুরো পৃথিবীই যে অপূর্ব হয়ে উঠবে তা নয়, কিন্তু সেইসঙ্গে সমস্ত লোকই সুস্বাস্থ্যের অধিকারী হবে। আর পৃথিবীর প্রত্যেক ব্যক্তি একে অপরের ও সেইসঙ্গে ঈশ্বরের উত্তম বন্ধু হয়ে উঠবে।

কিন্তু, হবা আর ঈশ্বরের বন্ধু ছিলেন না। তাই, তিনি যখন সন্তানদের জন্ম দিয়েছিলেন, তখন সেটা তার পক্ষে সহজ হয়নি। তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। যিহোবার প্রতি অবাধ্যতা যে নিশ্চিতভাবেই অনেক দুঃখ নিয়ে এসেছিল, সেই বিষয়ে তুমি কি একমত নও?

আদম ও হবার অনেক ছেলে-মেয়ে ছিল। তাদের যখন প্রথম ছেলে হয়েছিল, তখন তারা তার নাম রেখেছিল কয়িন। তারা তাদের দ্বিতীয় ছেলের নাম রেখেছিল হেবল। তাদের কী হয়েছিল? তুমি কি জান?

আদিপুস্তক ৩:১৬-২৩; ৪:১, ২; প্রকাশিত বাক্য ২১:৩, ৪.