সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১৪

ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন

ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন

এখানে অব্রাহাম কী করছেন, তা কি তুমি দেখতে পাচ্ছ? তার হাতে একটা ছোরা রয়েছে আর দেখে মনে হচ্ছে যেন তিনি তার ছেলেকে হত্যা করতে যাচ্ছেন। কিন্তু, কেন তিনি তা করবেন? প্রথমে চলো দেখি, কীভাবে অব্রাহাম ও সারার ছেলে হয়েছিল।

মনে করে দেখো, ঈশ্বর তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাদের এক ছেলে হবে। তবে, তা অসম্ভব বলেই মনে হয়েছিল কারণ অব্রাহাম ও সারা দু-জনেই অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু, অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে, ঈশ্বর সেই কাজও করতে পারেন, যেটাকে অসম্ভব বলে মনে হয়। তাহলে, কী হয়েছিল?

ঈশ্বর প্রতিজ্ঞা করার পর, পুরো এক বছর কেটে যায়। সেই সময়ে, যখন অব্রাহামের বয়স এক-শো বছর এবং সারার বয়স নব্বই বছর, তখন তাদের এক পুত্রসন্তান হয়, যার নাম ইস্‌হাক। ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন!

কিন্তু, ইস্‌হাক যখন বড়ো হন, তখন যিহোবা অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন। তিনি অব্রাহামের নাম ধরে ডাকেন: ‘হে অব্রাহাম!’ আর অব্রাহাম উত্তরে বলেন: ‘দেখুন, এই আমি!’ তখন ঈশ্বর তাকে বলেন: ‘তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে নাও এবং আমি তোমাকে যে-পর্বত দেখাব, সেখানে যাও। সেখানে তোমার পুত্রকে হত্যা করে বলি হিসেবে আমার কাছে উৎসর্গ করো।’

এই কথা শুনে অব্রাহাম কত দুঃখই-না পেয়েছিলেন কারণ অব্রাহাম তার ছেলেকে অনেক ভালোবাসতেন। আর মনে করে দেখো, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে, অব্রাহামের সন্তানরা কনান দেশে বসবাস করবে। কিন্তু, ইস্‌হাক যদি মারাই যান, তাহলে কীভাবে তা হতে পারে? অব্রাহাম যদিও তা বুঝতে পারেননি কিন্তু তারপরও তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন।

অব্রাহাম পর্বতে উঠে ইস্‌হাককে বেঁধে নিজের তৈরি করা বেদির ওপরে শুইয়ে দিয়েছিলেন। তারপর, তিনি তার ছেলেকে হত্যা করার জন্য ছোরা বের করেছিলেন। কিন্তু, ঠিক সেই মুহূর্তেই ঈশ্বরের দূত অব্রাহামের নাম ধরে ডাকেন: ‘অব্রাহাম, অব্রাহাম!’ আর অব্রাহাম উত্তরে বলেছিলেন: ‘দেখুন, এই আমি!’

‘এই যুবককে আঘাত কোরো না বা তার প্রতি কিছুই কোরো না,’ ঈশ্বর বলেছিলেন। ‘এখন আমি বুঝলাম যে, তুমি আমাকে বিশ্বাস করো কারণ তুমি আমাকে তোমার পুত্র, তোমার একমাত্র পুত্রকে দিতে অস্বীকার করোনি।’

ঈশ্বরের প্রতি অব্রাহামের কত গভীর বিশ্বাসই-না ছিল! তিনি বিশ্বাস করেছিলেন যে, যিহোবার পক্ষে কোনো কিছু করাই অসম্ভব নয় এবং যিহোবা এমনকী ইস্‌হাককে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু, আসলে ঈশ্বর চাননি যে, অব্রাহাম ইস্‌হাককে হত্যা করুক। তাই, ঈশ্বর একটা মেষকে কাছাকাছি কোনো এক ঝোপে আটকে দিয়েছিলেন এবং তিনি অব্রাহামকে বলেছিলেন যেন তিনি তার ছেলের পরিবর্তে সেই মেষকে বলি দেন।

আদিপুস্তক ২১:১-৭; ২২:১-১৮.