সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২০

দীণা বিপদে জড়িয়ে পড়ে

দীণা বিপদে জড়িয়ে পড়ে

তুমি কি দেখতে পাচ্ছ, দীণা কাদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে? সে কনান দেশের কয়েক জন মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার বাবা যাকোব কি এটা পছন্দ করতেন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মনে করে দেখো, অব্রাহাম ও ইস্‌হাক কনান দেশের মেয়েদের সম্বন্ধে কী চিন্তা করতেন।

অব্রাহাম কি চেয়েছিলেন যে, তার ছেলে ইস্‌হাক কনানের কোনো মেয়েকে বিয়ে করুক? না, তিনি তা চাননি। ইস্‌হাক ও রিবিকা কি চেয়েছিলেন যে, তাদের ছেলে যাকোব কোনো কনানীয় মেয়েকে বিয়ে করুক? না, তারাও সেটা চায়নি। তুমি কি জান, এর কারণটা কী?

এর কারণ হল কনানের এই লোকেরা মিথ্যা দেব-দেবীর উপাসনা করত। স্বামী ও স্ত্রী হওয়ার জন্য তারা খুব ভালো লোক ছিল না আর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও নয়। তাই, আমরা নিশ্চিত থাকতে পারি, তার মেয়ে যে কনানীয় মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই বিষয়টা যাকোব পছন্দ করতেন না।

আর সত্যি সত্যিই, দীণা বিপদে জড়িয়ে পড়েছিল। তুমি কি ছবিতে দীণার দিকে তাকিয়ে থাকা একজন কনানীয় যুবককে দেখতে পাচ্ছ? তার নাম শিখিম। একদিন, দীণা যখন দেখা করতে এসেছিল, তখন শিখিম দীণাকে দেখে জোর করে তার সঙ্গে শয়ন করেছিল। এটা অন্যায় ছিল কারণ শুধুমাত্র বিবাহিত কোনো পুরুষ ও নারীই একসঙ্গে শয়ন করতে পারে। শিখিম দীণার সঙ্গে যে-মন্দ কাজ করেছিল, সেটা আরও অনেক সমস্যা সৃষ্টি করেছিল।

যা ঘটেছে, সেই বিষয়ে যখন দীণার ভাইয়েরা শুনতে পেয়েছিল, তখন তারা খুবই রেগে গিয়েছিল। তাদের মধ্যে দু-জন অর্থাৎ শিমিয়োন ও লেবি এতটাই রেগে গিয়েছিল যে, তারা খড়্গ নিয়ে সেই শহরে গিয়ে সেখানকার পুরুষদের আচমকা আক্রমণ করেছিল। তারা ও সেইসঙ্গে তাদের ভাইয়েরা মিলে শিখিম এবং অন্যান্য সকল পুরুষকে হত্যা করেছিল। যাকোব তার ছেলেদের এই মন্দ কাজের কারণে রাগ করেছিলেন।

কীভাবে এইসমস্ত সমস্যা শুরু হয়েছিল? কারণ দীণা সেইসমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব করেছিল, যারা ঈশ্বরের আইনের প্রতি বাধ্য ছিল না। আমরা কখনো এইরকম বন্ধুত্ব করতে চাইব না, তাই না?

আদিপুস্তক ৩৪:১-৩১.