সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ২৪

যোষেফ তার ভাইদের পরীক্ষা করেন

যোষেফ তার ভাইদের পরীক্ষা করেন

যোষেফ জানতে চান যে, তার ভাইয়েরা এখনও দুষ্ট ও নির্দয় স্বভাবের রয়েছে কি না। তাই তিনি বলেন: ‘তোমরা গুপ্তচর। তোমরা আমাদের দেশের দুর্বল দিক খুঁজে বের করার জন্য এসেছ।’

‘না, আমরা গুপ্তচর নই,’ তারা বলে। ‘আমরা সৎলোক। আমরা সবাই ভাই। আমরা বারো ভাই ছিলাম। কিন্তু, একজন এখন বেঁচে নেই এবং সবচেয়ে ছোটো ভাইটি ঘরে বাবার কাছে রয়েছে।’

যোষেফ তাদেরকে বিশ্বাস না করার ভান করেন। তিনি তাদের শিমিয়োন নামের ভাইকে কারাগারে আটক করে রাখেন এবং বাকি ভাইদেরকে খাদ্যদ্রব্য নিয়ে দেশে ফিরে যেতে দেন। তবে, তিনি তাদের বলে দেন: ‘তোমরা যখন আবার আসবে, তখন অবশ্যই তোমাদের ছোটো ভাইকেও তোমাদের সঙ্গে নিয়ে আসবে।’

তারা যখন তাদের দেশ কনানে ফিরে যায়, তখন তারা তাদের বাবা যাকোবকে যা-কিছু ঘটেছে, সমস্তই বলে। যাকোব খুবই দুঃখিত হন। ‘যোষেফ আর বেঁচে নেই,’ তিনি জোরে জোরে কেঁদে বলেন, ‘আর এখন শিমিয়োনও নেই। আমি তোমাদেরকে আমার ছোটো ছেলে বিন্যামীনকে নিয়ে যেতে দেব না।’ কিন্তু, তাদের খাবার যখন শেষ হয়ে যেতে লাগল, তখন যাকোব বিন্যামীনকে তাদের সঙ্গে যেতে দিলেন, যাতে তারা আরও খাদ্যদ্রব্য নিয়ে আসতে পারে।

এ-বার যোষেফ আবার তার ভাইদের আসতে দেখেন। তিনি তার ছোটো ভাই বিন্যামীনকে দেখতে পেয়ে খুবই খুশি হন। অবশ্য, তাদের মধ্যে কেউই জানত না যে, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি যোষেফ। যোষেফ এখন তার দশ সৎভাইকে পরীক্ষা করার জন্য একটা কাজ করলেন।

তিনি তার দাসদেরকে দিয়ে তাদের সকলের থলিতে খাদ্যদ্রব্য ভরে দেন। কিন্তু, তাদের অজান্তে তিনি তার রুপোর তৈরি বিশেষ পানপাত্রটাও বিন্যামীনের থলিতে ভরে দেন। তারা সকলে কিছুদূর চলে যাওয়ার পর, যোষেফ তার দাসদেরকে তাদের পিছন পিছন পাঠান। দাসেরা যখন তাদেরকে ধরে ফেলে, তখন বলে: ‘কেন তোমরা আমাদের প্রভুর রুপোর পানপাত্র চুরি করেছ?’

‘আমরা তার পানপাত্র চুরি করিনি,’ সব ভাই বলে। ‘আমাদের মধ্যে কারো কাছে যদি সেই পানপাত্র পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তিকে মেরে ফেলা হোক।’

তাই, দাসেরা সকলের থলিতে খুঁজে দেখে আর তারা বিন্যামীনের থলিতে সেই পানপাত্র খুঁজে পায়, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দাসেরা তখন বলে: ‘তোমরা বাকি সকলে চলে যেতে পারো, তবে বিন্যামীনকে আমাদের সঙ্গে যেতে হবে।’ সেই দশ সৎভাই এখন কী করবে?

তারা সকলে বিন্যামীনের সঙ্গে যোষেফের বাড়িতে ফিরে গেল। যোষেফ তার ভাইদের বললেন: ‘তোমরা সকলে চলে যেতে পার, তবে বিন্যামীনকে আমার দাস হয়ে এখানে থাকতে হবে।’

যিহূদা তখন বলে ওঠেন: ‘আমি যদি এই ছেলেকে না নিয়ে ঘরে ফিরে যাই, তাহলে আমার বাবা মারা যাবেন কারণ তিনি তাকে অনেক ভালোবাসেন। তাই দয়া করে, আমাকে আপনার দাস হিসেবে রেখে দিন কিন্তু ওই ছেলেকে ঘরে ফিরে যেতে দিন।’

যোষেফ বুঝতে পারেন যে, তার ভাইদের মনোভাব পরিবর্তন হয়েছে। তারা এখন আর দুষ্ট ও নির্দয় নয়। চলো দেখি, যোষেফ এখন কী করেন।

আদিপুস্তক ৪২:৯-৩৮; ৪৩:১-৩৪; ৪৪:১-৩৪.