সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১৫

লোটের স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিলেন

লোটের স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিলেন

লোট এবং তার পরিবার কনান দেশে অব্রাহামের সঙ্গে বসবাস করত। একদিন অব্রাহাম লোটকে বলেন: ‘এখানে আমাদের সমস্ত পশুপাল চরানোর মতো যথেষ্ট জায়গা নেই। দয়া করে চলো, আমরা আলাদা হয়ে যাই। তুমি যদি এই দিকে যাও, তাহলে আমি অন্য দিকে যাব।’

লোট তাকিয়ে সমস্ত এলাকাটা দেখে নেন। তিনি সেই দেশেই খুব সুন্দর এক এলাকা দেখতে পান, যেখানে তার পশুপালের জন্য জলাশয় এবং প্রচুর ঘাস রয়েছে। সেটা ছিল যর্দন এলাকা। তাই, লোট তার পরিবার ও পশুপাল নিয়ে সেখানে চলে যান। অবশেষে তারা সদোম নগরে তাদের ঘরবাড়ি তৈরি করেছিল।

সদোমের লোকেরা খুবই মন্দ ছিল। এই বিষয়টা লোটকে কষ্ট দিয়েছিল কারণ তিনি একজন ভালো লোক ছিলেন। ঈশ্বরও কষ্ট পেয়েছিলেন। অবশেষে, ঈশ্বর লোটকে এই বিষয়ে সাবধান করার জন্য দু-জন স্বর্গদূতকে পাঠিয়েছিলেন যে, তিনি সদোম ও এর কাছাকাছি নগর ঘমোরাকে তাদের মন্দতার জন্য ধ্বংস করতে যাচ্ছেন।

সেই স্বর্গদূতেরা লোটকে বলেছিল: ‘তাড়াতাড়ি করো! তোমার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও!’ লোট ও তার পরিবার যেতে কিছুটা দেরি করছিল আর তাই সেই স্বর্গদূতেরা তাদেরকে হাত ধরে সেই নগরের বাইরে নিয়ে গিয়েছিল। তখন একজন স্বর্গদূত বলেছিলেন: ‘প্রাণ বাঁচাতে চাইলে পালাও! পিছনে ফিরে তাকাবে না। পালিয়ে পাহাড় অঞ্চলে চলে যাও, যাতে তোমরা মারা না পড়ো।’

লোট ও তার মেয়েরা বাধ্য হয়েছিল এবং সদোম থেকে পালিয়ে গিয়েছিল। তারা এক মুহূর্তের জন্যও থামেনি আর এমনকী পিছনে ফিরেও তাকায়নি। কিন্তু, লোটের স্ত্রী অবাধ্য হয়েছিলেন। তারা সদোম থেকে কিছুটা দূরে যাওয়ার পর তিনি থেমে গিয়েছিলেন এবং পিছনে ফিরে তাকিয়েছিলেন। তখন লোটের স্ত্রী একটা লবণের স্তম্ভ হয়ে গিয়েছিল। তুমি কি ছবিতে তাকে দেখতে পাচ্ছ?

আমরা এটা থেকে খুব ভালো একটা শিক্ষা লাভ করতে পারি। এটা আমাদের দেখায় যে, ঈশ্বর সেই ব্যক্তিদের রক্ষা করেন, যারা তাঁর বাধ্য হয় কিন্তু যারা তাঁর বাধ্য হয় না, তারা তাদের জীবন হারাবে।

আদিপুস্তক ১৩:৫-১৩; ১৮:২০-৩৩; ১৯:১-২৯; লূক ১৭:২৮-৩২; ২ পিতর ২:৬-৮.