সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১২

লোকেরা এক উচ্চদুর্গ নির্মাণ করে

লোকেরা এক উচ্চদুর্গ নির্মাণ করে

অনেক বছর কেটে গিয়েছে। নোহের ছেলেদের অনেক সন্তান হয়েছে। আর তাদের সন্তানরা বড়ো হয়ে গিয়েছে এবং তাদেরও অনেক সন্তান হয়েছে। অল্পসময়ের মধ্যেই পৃথিবীতে অনেক লোক হয়ে যায়।

এই লোকেদের মধ্যে একজন ছিলেন নোহের নাতির ছেলে নিম্রোদ। তিনি একজন মন্দ লোক ছিলেন আর তিনি পশুপাখি শিকার করতেন ও সেইসঙ্গে মানুষদেরও হত্যা করতেন। এ ছাড়া, নিম্রোদ অন্য লোকেদের ওপর শাসন করার জন্য নিজেকে একজন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ঈশ্বর নিম্রোদকে পছন্দ করতেন না।

সেই সময়ে, সমস্ত লোক একটা ভাষায় কথা বলত। নিম্রোদ তাদের সবাইকে একসঙ্গে রাখতে চেয়েছিলেন, যাতে তিনি তাদের ওপর শাসন করতে পারেন। তাই তিনি কী করেছিলেন, তা কি তুমি জান? তিনি লোকদেরকে একটা বিরাট নগর ও এর মধ্যে এক উচ্চদুর্গ নির্মাণ করতে বলেছিলেন। এই ছবিতে দেখো, তারা ইট তৈরি করছে।

যিহোবা ঈশ্বর এই নির্মাণকাজ দেখে খুশি হননি। ঈশ্বর চেয়েছিলেন যেন লোকেরা পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে বাস করে। কিন্তু, লোকেরা বলেছিল: ‘চলো! আমরা একটা নগর আর সেইসঙ্গে এমন এক উচ্চদুর্গ নির্মাণ করি, যেটার চূড়া একেবারে আকাশকে ছুঁয়ে যাবে। তাহলে আমরা বিখ্যাত হয়ে যাব!’ লোকেরা ঈশ্বরের জন্য নয় বরং নিজেদের জন্য সম্মান নিয়ে আসতে চেয়েছিল।

তাই, ঈশ্বর লোকেদের সেই দুর্গ নির্মাণের কাজ থামিয়ে দিয়েছিলেন। তুমি কি জান, তিনি কীভাবে তা করেছিলেন? এমন কিছু করেছিলেন, যার ফলে হঠাৎ করেই লোকেরা কেবল একটা ভাষার পরিবর্তে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল। নির্মাণকারীরা তখন আর একে অন্যের ভাষা বুঝতে পারছিল না। এই কারণেই তাদের নগরের নাম হয়েছিল বাবিল, যার অর্থ “ভেদ।”

লোকেরা তখন বাবিল থেকে চলে যেতে শুরু করেছিল। একই ভাষায় কথা বলত এমন লোকেরা একসঙ্গে বসবাস করার জন্য পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে চলে গিয়েছিল।

আদিপুস্তক ১০:১, ৮-১০; ১১:১-৯.