সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৩৯

হারোণের লাঠিতে ফুল ফোটে

হারোণের লাঠিতে ফুল ফোটে

দেখো এই লাঠিতে বা দণ্ডে ফুল ফুটেছে এবং পাকা বাদাম ধরেছে। এটা হারোণের লাঠি। মাত্র এক রাতের মধ্যেই হারোণের লাঠিতে এই ফুল ফুটেছে আর পাকা ফল ধরেছে! চলো দেখি কেন।

বেশ কিছুটা সময় ধরে ইস্রায়েলীয়রা প্রান্তরের মধ্যেই ঘুরছে। কিছু লোক মনে করে না যে, নেতা হিসেবে মোশির কিংবা মহাযাজক হিসেবে হারোণের দায়িত্ব থাকা উচিত। এইরকম চিন্তা করে থাকে এমন ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন কোরহ আর সেইসঙ্গে রয়েছে দাথন, অবীরাম এবং লোকেদের আরও দু-শো পঞ্চাশ জন নেতা। তারা সকলে এসে মোশিকে বলে: ‘তোমরা কেন নিজেদেরকে আমাদের বাকি লোকেদের চেয়ে উঁচু অবস্থানে রেখেছ?’

মোশি কোরহ ও তার অনুসারীদের বললেন: ‘আগামীকাল সকালে ধূপদানির মধ্যে ধূপ ভরে নিও। এরপর যিহোবার আবাসে এসো। আমরা দেখব যে, যিহোবা কাকে মনোনীত করেন।’

পরদিন, কোরহ ও তার দু-শো পঞ্চাশ জন অনুসারী আবাসে আসে। এই ব্যক্তিদের সমর্থন করার জন্য আরও অনেক লোক আসে। যিহোবা ভীষণ রেগে যান। আর মোশি বলেন, ‘তোমরা এই মন্দ লোকেদের তাঁবুর কাছ থেকে সরে যাও। তাদের কোনো জিনিসপত্রই স্পর্শ কোরো না।’ লোকেরা তার কথা শোনে এবং কোরহ, দাথন ও অবীরামের তাঁবু থেকে সরে যায়।

তারপর মোশি বলেন: ‘তোমরা এর দ্বারাই জানতে পারবে যে, যিহোবা কাকে মনোনীত করেছেন। ভূমি দু-ভাগ হয়ে যাবে এবং এই মন্দ লোকদের গ্রাস করে নেবে।’

মোশির কথা শেষ হওয়ার সঙ্গেসঙ্গে ভূমি দু-ভাগ হয়ে যায়। কোরহের তাঁবু ও জিনিসপত্র আর সেইসঙ্গে দাথন, অবীরাম ও তাদের সঙ্গের লোকেরা মাটির নীচে চলে যায় এবং মাটি চাপা পড়ে যায়। যখন অন্যান্য লোক মাটির নীচে চাপা পড়তে থাকা লোকেদের আর্তনাদ শুনতে পায়, তখন তারা চিৎকার করে বলতে থাকে: ‘পালাও! তা না হলে পৃথিবী আমাদেরও গ্রাস করে নিতে পারে!’

কোরহ ও তার দু-শো পঞ্চাশ জন অনুসারী তখনও আবাসের সামনেই রয়েছে। তাই, যিহোবা অগ্নি পাঠান আর তারা সকলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর যিহোবা হারোণের ছেলে ইলীয়াসরকে সেই মৃত লোকেদের ধূপদানি নিয়ে সেগুলো দিয়ে বেদির জন্য একটা পাতলা আবরণ তৈরি করতে বলেন। বেদির এই আবরণ ইস্রায়েলীয়দের কাছে এক সতর্কবাণী হিসেবে কাজ করবে যে, হারোণ ও তার ছেলেরা ছাড়া অন্য কেউ যেন যিহোবার যাজক হিসেবে কাজ না করে।

কিন্তু, যিহোবা এই বিষয়টা আরও স্পষ্ট করে দিতে চান যে, তিনি হারোণ ও তার ছেলেদেরই যাজক হওয়ার জন্য মনোনীত করেছেন। তাই, তিনি মোশিকে বলেন: ‘ইস্রায়েলের প্রত্যেক বংশ থেকে এক একজন নেতাকে তার লাঠি নিয়ে আসতে বলো। লেবির বংশের জন্য হারোণকে তার লাঠি নিয়ে আসতে বলো। তারপর, এই লাঠিগুলোকে আবাসে নিয়ম-সিন্দুকের সামনে রাখতে বলো। যাজক হিসেবে আমি যে-ব্যক্তিকে মনোনীত করেছি, তার লাঠিতে ফুল ফুটবে।’

পরদিন সকালে মোশি যখন দেখেন, তখন লক্ষ করেন, হারোণের লাঠিতেই ফুল ফুটেছে ও পাকা বাদাম ধরেছে! তাহলে এখন কি তুমি বুঝতে পারছ যে, কেন যিহোবা হারোণের লাঠিতে ফুল ফুটতে দিয়েছেন?

গণনাপুস্তক ১৬:১-৪৯; ১৭:১-১১; ২৬:১০.