সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৪৫

যর্দন নদী পার হওয়া

যর্দন নদী পার হওয়া

দেখো, দেখো! ইস্রায়েলীয়রা যর্দন নদী পার হচ্ছে! কিন্তু, নদীর জল কোথায় গেল? বছরের এই সময়টায় যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, তাই মাত্র কয়েক মিনিট আগেও এই নদী কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু এখন, সব জল উধাও হয়ে গিয়েছে! আর ইস্রায়েলীয়রা শুকনো ভূমির ওপর দিয়ে পার হচ্ছে, যেমনটা তারা সূফসাগর পার হয়েছিল! সমস্ত জল কোথায় গেল? এসো দেখা যাক।

যখন ইস্রায়েলীয়দের যর্দন নদী পার হওয়ার সময় এসেছিল, তখন যিহোবা যিহোশূয়কে লোকেদের এই কথা বলতে বলেন: ‘যাজকরা নিয়ম-সিন্দুক বয়ে নিয়ে আমাদের সকলের আগে যাবে। তারা যখন যর্দন নদীর জলে তাদের পা দেবে, তখন জলের প্রবাহ থেমে যাবে।’

তাই, যাজকরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকেদের আগে আগে বয়ে নিয়ে যায়। তারা যখন যর্দন নদীর পারে আসে, তখন যাজকরা জলের মধ্যে পা দেয়। সেই জল অনেক গভীর আর তা প্রচণ্ড গতিতে বইছে। কিন্তু, তাদের পা যখনই সেই জলকে স্পর্শ করে, তখনই জলের প্রবাহ থেমে যায়! এটা এক অলৌকিক কাজ! যিহোবা ওপর থেকে আসা জলের স্রোতকে আটকে দিয়েছেন। তাই, অল্পসময়ের মধ্যেই নদীতে আর জল থাকে না!

যে-যাজকরা নিয়ম-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল, তারা শুকনো নদীর একেবারে মাঝামাঝি চলে যায়। তোমরা কি ছবিতে তাদের দেখতে পাচ্ছ? তারা যখন সেখানে দাঁড়িয়ে থাকে, তখন সমস্ত ইস্রায়েলীয় যর্দন নদীর শুকনো ভূমির ওপর দিয়ে পার হয়ে যায়!

যখন সকলেই পার হয়ে যায়, তখন যিহোবা যিহোশূয়কে বারো জন বলবান লোককে এই কথা বলতে বলেন: ‘নদীর যে-জায়গায় যাজকরা নিয়ম-সিন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে যাও। সেখান থেকে বারোটা পাথর তুলে নিয়ে আজ রাতে তোমরা যেখানে থাকবে, সেখানে রাখো। তাহলে, ভবিষ্যতে তোমাদের সন্তানরা যখন জিজ্ঞেস করবে যে, এই পাথরগুলোর অর্থ কী, তখন তোমরা তাদেরকে বলবে যিহোবার নিয়ম-সিন্দুক নিয়ে যর্দন নদী পার হওয়ার সময় জলের প্রবাহ থেমে গিয়েছিল। ওই পাথরগুলো তোমাদেরকে এই অলৌকিক কাজের কথা মনে করিয়ে দেবে!’ এ ছাড়া, যিহোশূয় নদীগর্ভের যে-জায়গায় যাজকরা দাঁড়িয়েছিল, সেখানেও বারোটা পাথর স্থাপন করেন।

অবশেষে যিহোশূয় নিয়ম-সিন্দুক বয়ে নিয়ে চলা যাজকদের বলেন: ‘যর্দন থেকে উঠে এসো।’ আর যখনই তারা তা করল, তখনই নদী আবারও বইতে শুরু করে।