সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৪৮

বুদ্ধিমান গিবিয়োনীয়রা

বুদ্ধিমান গিবিয়োনীয়রা

এখন কনানের অনেকগুলো নগর ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তারা মনে করে যে, তারা জয়ী হতে পারবে। কিন্তু, কাছাকাছি গিবিয়োন নামে একটা নগরের লোকেরা তা মনে করে না। তারা মনে করে, ঈশ্বর ইস্রায়েলীয়দের সাহায্য করছেন আর তারা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। তাই গিবিয়োনীয়রা কী করল, সেটা কি তুমি জান?

তারা ঠিক করল যে, তারা নিজেদেরকে এমনভাবে সাজাবে যেন তারা অনেক দূরে বসবাস করে। তাই, কয়েক জন পুরুষ ছেঁড়া জামাকাপড় ও পুরোনো চটি পরে নিল। তারা তাদের গাধার ওপর পুরোনো ছালা চাপিয়ে দিল আর সঙ্গে করে কিছু শুকনো বাসি রুটি নিল। তারপর, তারা যিহোশূয়ের কাছে গিয়ে বলল: ‘আমরা বহু দূরের দেশ থেকে এসেছি কারণ আমরা আপনাদের মহান ঈশ্বর যিহোবা সম্বন্ধে শুনেছি। তিনি মিশরে আপনাদের জন্য যা যা করেছেন, সেই সমস্তই আমরা শুনেছি। তাই, আমাদের নেতারা আমাদেরকে বলে যেন আমরা যাত্রা করার জন্য কিছু খাদ্যদ্রব্য তৈরি করি আর এখানে এসে আপনাদের বলি: “আমরা আপনাদের দাস। প্রতিজ্ঞা করুন যে, আপনারা আমাদের সঙ্গে যুদ্ধ করবেন না।” দেখুন দীর্ঘযাত্রার কারণে আমাদের জামাকাপড় ছিঁড়ে গিয়েছে আর আমাদের রুটিও বাসি ও শুকনো হয়ে গিয়েছে।’

যিহোশূয় এবং অন্যান্য নেতা গিবিয়োনীয়দের বিশ্বাস করে। তাই, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে প্রতিজ্ঞা করে। কিন্তু, তিন দিন পর তারা জানতে পারে, গিবিয়োনীয়রা কাছাকাছি এলাকাতেই বাস করে।

‘তোমরা কেন এই কথা বললে, তোমরা দূরদেশ থেকে এসেছ?’ যিহোশূয় জিজ্ঞেস করেন।

গিবিয়োনীয়রা উত্তর দেয়: ‘আমরা এমনটা বলেছি কারণ আমরা শুনেছি যে, আপনাদের ঈশ্বর যিহোবা পুরো কনান দেশ আপনাদেরকে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, আপনারা হয়তো আমাদের মেরে ফেলবেন।’ তবে, ইস্রায়েলীয়রা তাদের প্রতিজ্ঞা রাখে আর তারা গিবিয়োনীয়দের মেরে ফেলে না। এর পরিবর্তে, তারা তাদেরকে দাস করে রাখে।

গিবিয়োনীয়রা ইস্রায়েলের সঙ্গে শান্তিস্থাপন করায় যিরূশালেমের রাজা ভীষণ রেগে যান। তাই, তিনি অন্য চার জন রাজাকে বলেন: ‘আপনারা এসে গিবিয়োনীয়দের বিরুদ্ধে যুদ্ধে আমাকে সাহায্য করুন।’ আর সেই পাঁচ জন রাজা তা-ই করে। ইস্রায়েলের সঙ্গে শান্তিস্থাপন করাটা কি গিবিয়োনীয়দের জন্য বুদ্ধিমানের মতো কাজ ছিল, কারণ এই রাজারা তো এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? আমরা তা দেখব।