সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৫২

গিদিয়োন ও তার তিন-শো জন লোক

গিদিয়োন ও তার তিন-শো জন লোক

তুমি কি দেখতে পাচ্ছ, এখানে কী হচ্ছে? এই লোকেরা সবাই ইস্রায়েলের যোদ্ধা। যে-লোকেরা সামনের দিকে ঝুঁকে আছে, তারা জল খাচ্ছে। বিচারকর্তা গিদিয়োন তাদের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তিনি দেখছেন যে, কীভাবে তারা জল খায়।

লোকেরা যে-ভিন্ন ভিন্ন ভঙ্গিতে জল খাচ্ছে, তা ভালো করে দেখো। কেউ কেউ তাদের মুখ একেবারে জলে ডুবিয়ে খাচ্ছে। কিন্তু একজন, জল হাতে তুলে নিয়ে খাচ্ছেন, যাতে তিনি তার চারপাশে কী হচ্ছে, সেটার ওপর নজর রাখতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যিহোবা গিদিয়োনকে শুধুমাত্র সেই লোকেদেরই বেছে নিতে বলেছেন, যারা জল খাওয়ার সময় চারপাশে নজর রাখে। বাকি সকলকে ঈশ্বর বাড়িতে পাঠিয়ে দিতে বলেছেন। এসো দেখা যাক, কেন।

ইস্রায়েলীয়রা আবারও অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। এর কারণ হল তারা যিহোবার বাধ্য থাকেনি। মিদিয়োনের লোকেরা তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তাদেরকে কষ্ট দিচ্ছে। তাই, ইস্রায়েলীয়রা সাহায্যের জন্য যিহোবার কাছে কান্নাকাটি করে আর যিহোবা তা শোনেন।

যিহোবা গিদিয়োনকে একটা সেনাবাহিনী গঠন করতে বলেন আর তাই গিদিয়োন বত্রিশ হাজার যোদ্ধাকে একত্রিত করেন। কিন্তু, ইস্রায়েলীয়দের বিরুদ্ধে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সদস্যের একটা সেনাবাহিনী রয়েছে। তারপরও, যিহোবা গিদিয়োনকে বলেন: ‘তোমার কাছে অনেক বেশি লোক রয়েছে।’ কেন যিহোবা তা বলেন?

এর কারণ হল ইস্রায়েল যদি যুদ্ধে জয়ী হয়, তাহলে তারা হয়তো মনে করবে যে, তারা নিজেদের শক্তিতেই জয়ী হয়েছে। তারা হয়তো মনে করবে যে, জয়ী হওয়ার জন্য তাদের যিহোবার সাহায্যের প্রয়োজন নেই। তাই, যিহোবা গিদিয়োনকে বলেন: ‘যে-লোকেরা ভয় পায়, তাদের সবাইকে বাড়িতে ফিরে যেতে বলো।’ গিদিয়োন যখন তা করেন, তখন বাইশ হাজার যোদ্ধা বাড়িতে ফিরে যায়। তখন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার কাছে মাত্র দশ হাজার জন লোক থাকে।

কিন্তু, শোনো যিহোবা কী বলছেন! যিহোবা বলেন: ‘এখনও তোমার কাছে অনেক বেশি লোক রয়েছে।’ তাই, তিনি গিদিয়োনকে সেই লোকেদের এই জলাশয়ের কাছে নিয়ে এসে জল খেতে দিতে বলেন আর এরপর যে-লোকেরা মুখ নীচু করে জল খায়, তাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলেন। ‘যে-তিন-শো জন লোক জল খাওয়ার সময় চারপাশে নজর রেখেছে, তাদের দ্বারাই আমি তোমাদের বিজয় এনে দেব,’ যিহোবা প্রতিজ্ঞা করেন।

যুদ্ধের সময় হয়ে যায়। গিদিয়োন তার তিন-শো জন লোককে তিনটে দলে ভাগ করে দেন। তিনি প্রত্যেক ব্যক্তিকে একটা করে তূরী ও একটা করে মশাল-সহ ঘট দেন। যখন প্রায় মধ্যরাত, তখন তারা সকলে শত্রু শিবিরের চারিদিকে একত্র হয়। তারপর, তারা সবাই একসঙ্গে তাদের তূরী বাজায়, ঘট ভাঙে ও চিৎকার করে বলে: ‘যিহোবার খড়্গ এবং গিদিয়োনের!’ শত্রুসেনারা যখন জেগে ওঠে, তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে ও ভয় পেয়ে যায়। তারা সবাই পালাতে থাকে আর ইস্রায়েলীয়রা যুদ্ধে জয়ী হয়।