সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৩৮

বারো জন গুপ্তচর

বারো জন গুপ্তচর

লোকেরা যে-ফলগুলো বহন করছে, সেগুলো দেখো। দেখো আঙুরের থোকাটা কত্তো বড়ো। থোকাটা একটা লাঠিতে করে বহন করার জন্য দু-জন লোকের প্রয়োজন হয়েছে। আর ডুমুর ও ডালিমগুলো দেখো। এই সুন্দর ফলগুলো কোথা থেকে আনা হয়েছে? কনান দেশ থেকে। মনে করে দেখো, কনান হচ্ছে সেই দেশ, যেখানে একসময় অব্রাহাম, ইস্‌হাক ও যাকোব বসবাস করত। কিন্তু, সেখানে দুর্ভিক্ষ হয়েছিল বলে যাকোব তার পরিবার নিয়ে মিশরে চলে গিয়েছিলেন। এখন, প্রায় দু-শো ষোলো বছর পর, মোশি ইস্রায়েলীয়দেরকে কনান দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তারা এখন প্রান্তরের কাদেশ নামে একটা জায়গায় এসে পৌঁছেছে।

কনান দেশে মন্দ লোকেরা বসবাস করত। তাই, মোশি বারো জন গুপ্তচরকে সেখানে পাঠান এবং তাদের বলেন: ‘সেখানে কত লোক বসবাস করে এবং তারা কতটা শক্তিশালী, তা খুঁজে বের করবে। সেখানকার জমি শস্য উৎপাদনের জন্য ভালো কি না, সেটাও দেখে আসবে। আর সঙ্গে করে অবশ্যই কিছু ফল-মূল নিয়ে আসবে।’

গুপ্তচরেরা যখন কাদেশে ফিরে আসে, তখন তারা মোশিকে বলে: ‘দেশটা সত্যিই অনেক সুন্দর।’ আর সেটা প্রমাণ করার জন্য তারা মোশিকে কিছু ফল-মূল দেখায়। কিন্তু, তাদের মধ্যে দশ জন গুপ্তচর বলে: ‘সেখানে যে-লোকেরা বসবাস করে, তারা অনেক বড়োসড়ো আর শক্তিশালী। আমরা যদি সেই দেশ অধিকার করার চেষ্টা করি, তাহলে আমরা মারা পড়ব।’

ইস্রায়েলীয়রা তা শুনে ভয় পেয়ে যায়। ‘আমরা বরং মিশরে কিংবা এই প্রান্তরে মরে গেলে আরও ভালো হতো,’ তারা বলে। ‘আমরা যুদ্ধে মারা পড়ব আর আমাদের স্ত্রী ও সন্তানরা বন্দি হবে। চলো, আমরা মোশির জায়গায় আরেকজন নতুন নেতা বেছে নিই এবং মিশরে ফিরে যাই!’

কিন্তু, দু-জন গুপ্তচর যিহোবার ওপর নির্ভর করে এবং লোকেদের শান্ত করার চেষ্টা করে। তাদের নাম হল যিহোশূয় ও কালেব। তারা বলে: ‘ভয় পেও না। যিহোবা আমাদের সঙ্গে আছেন। আমরা সহজেই সেই দেশ অধিকার করতে পারব।’ কিন্তু, লোকেরা তা শোনে না। এমনকী তারা যিহোশূয় ও কালেবকে মেরে ফেলতে চায়।

এতে যিহোবা ক্রুদ্ধ হন এবং মোশিকে বলেন: ‘বিশ বছর ও এর চেয়ে বেশি বয়সের কোনো ব্যক্তি কনান দেশে প্রবেশ করতে পারবে না। মিশরে ও এই প্রান্তরে আমি যে-অলৌকিক কাজগুলো করেছি, সেগুলো তারা দেখেছে, কিন্তু তারপরও তারা আমার ওপরে নির্ভর করে না। তাই, তাদের মধ্যে শেষ ব্যক্তিটি মারা না যাওয়া পর্যন্ত চল্লিশ বছর ধরে তারা এই প্রান্তরে ঘুরে বেড়াবে। শুধুমাত্র যিহোশূয় ও কালেব কনান দেশে প্রবেশ করবে।’

গণনাপুস্তক ১৩:১-৩৩; ১৪:১-৩৮.