সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৫১

রূৎ ও নয়মী

রূৎ ও নয়মী

বাইবেলে তুমি একটি বই খুঁজে পাবে, যেটির নাম রূতের বিবরণ। এটি হচ্ছে সেই সময়ের একটা পরিবারের কাহিনি, যে-সময়ে ইস্রায়েলে বিচারকর্তারা ছিল। রূৎ হলেন মোয়াব দেশের এক যুবতী; তিনি ঈশ্বরের জাতি ইস্রায়েলের অংশ নন। কিন্তু, সত্য ঈশ্বর যিহোবাকে জানার পর তিনি তাঁকে খুবই ভালোবাসতে শুরু করেন। নয়মী হলেন একজন বয়স্ক মহিলা, যিনি রূৎকে যিহোবা সম্বন্ধে শিখতে সাহায্য করেন।

নয়মী একজন ইস্রায়েলীয় নারী। ইস্রায়েলে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন তিনি এবং তার স্বামী আর সেইসঙ্গে তার দুই ছেলে মোয়াব দেশে চলে গিয়েছিল। এরপর, একদিন নয়মীর স্বামী মারা যান। পরে নয়মীর দুই ছেলে মোয়াবীয় দুই মেয়েকে বিয়ে করে আর তাদের নাম ছিল রূৎ এবং অর্পা। কিন্তু, প্রায় দশ বছর পর নয়মীর দুই ছেলেও মারা যায়। নয়মী এবং সেই মেয়েরা কতই-না দুঃখিত হয়ে পড়ে! নয়মী এখন কী করবেন?

একদিন নয়মী ঠিক করেন যে, তিনি দীর্ঘযাত্রা করে নিজ দেশের লোকেদের কাছে ফিরে যাবেন। রূৎ এবং অর্পা তার সঙ্গেই থাকতে চায় আর তাই তারাও তার সঙ্গে যায়। কিন্তু, পথে কিছু দূর যাওয়ার পর, নয়মী তাদের বলেন: ‘তোমরা বাড়ি ফিরে গিয়ে তোমাদের নিজ নিজ মায়ের সঙ্গে থাক।’

নয়মী তাদের বিদায় চুম্বন দেন। কিন্তু, তারা কান্নাকাটি শুরু করে দেয় কারণ তারা নয়মীকে খুব ভালোবাসে। তারা বলে: ‘না! আমরা তোমার সঙ্গে তোমার লোকেদের কাছে যাব।’ কিন্তু নয়মী উত্তর দেন: ‘বাছারা, তোমরা ফিরে যাও। তোমরা নিজেদের বাড়িতে আরও ভালোভাবে থাকতে পারবে।’ তাই, অর্পা বাড়ি ফিরে যাওয়ার পথ ধরেন। কিন্তু, রূৎ থেকে যান।

নয়মী তার দিকে ঘুরে বলেন: ‘অর্পা চলে গিয়েছে। তুমিও তার সঙ্গে বাড়ি ফিরে যাও।’ কিন্তু রূৎ উত্তর দেন: ‘তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমাকে জোর কোরো না! আমাকে তোমার সঙ্গে যেতে দাও। তুমি যেখানে যাবে, আমিও সেখানে যাব আর তুমি যেখানে থাকবে, আমিও সেখানে থাকব। তোমার লোকই আমার লোক হবে এবং তোমার ঈশ্বরই আমার ঈশ্বর হবে। তুমি যেখানে মরবে, আমিও সেখানে মরব আর সেখানেই আমার কবর হবে।’ রূৎ এই কথা বলার পর নয়মী আর তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য জোরাজুরি করেন না।

অবশেষে এই দুই নারী ইস্রায়েলে এসে পৌঁছায়। এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। রূৎ সেখানে গিয়েই মাঠে কাজ করতে শুরু করে দেন কারণ তখন যব কাটার সময়। বোয়স নামে একজন ব্যক্তি রূৎকে তার ক্ষেত্রে যব সংগ্রহ করতে দেন। তুমি কি জান, বোয়সের মা কে? তিনি হচ্ছেন যিরীহো নগরের রাহব।

একদিন বোয়স রূৎকে বলেন: ‘আমি তোমার সম্বন্ধে আর তুমি যে নয়মীর প্রতি কত সদয় ব্যবহার করেছ, সেই সম্বন্ধে সব কিছু শুনেছি। আমি জানি যে, কীভাবে তুমি তোমার বাবা-মা ও নিজের দেশ ছেড়ে, যে-লোকেদের আগে তুমি কখনো দেখোনি, তাদের সঙ্গে থাকতে এসেছ। যিহোবা তোমার মঙ্গল করুন!’

রূৎ বলেন: ‘মহাশয়, আপনি আমার প্রতি অনেক দয়া দেখিয়েছেন। আপনি যেভাবে সুন্দর করে আমার সঙ্গে কথা বলেছেন, তা আমার খুবই ভালো লেগেছে।’ বোয়স রূৎকে খুবই পছন্দ করেন আর খুব শীঘ্র তারা বিয়ে করে। এতে নয়মী কতই-না খুশি হন! কিন্তু, নয়মী সেই সময়ে আরও বেশি খুশি হন, যখন রূৎ এবং বোয়সের প্রথম ছেলের জন্ম হয়, যার নাম ওবেদ। এই ওবেদই পরে দায়ূদের ঠাকুরদাদা হন। পরে আমরা দায়ূদ সম্বন্ধে আরও অনেক কিছু শিখব।

বাইবেলের রূতের বিবরণ।