সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৩৭

উপাসনার জন্য একটা তাঁবু

উপাসনার জন্য একটা তাঁবু

তুমি কি জান, এই ঘরটা কীসের জন্য? এটা হচ্ছে যিহোবার উপাসনা করার জন্য একটা বিশেষ তাঁবু। এটাকে আবাসও বলা হয়। লোকেরা মিশর ছেড়ে আসার এক বছর পর এটার নির্মাণকাজ শেষ করে। তুমি কি জান, কে এটা নির্মাণ করতে বলেছেন?

যিহোবা এটা নির্মাণ করতে বলেছেন। মোশি যখন সীনয় পর্বতে ছিলেন, তখন যিহোবা তাকে বলেছিলেন যে, কীভাবে এটা নির্মাণ করতে হবে। তিনি এটা এমনভাবে তৈরি করতে বলেন, যাতে এটা সহজেই খুলে আলাদা করা যায়। এর ফলে, সেই আলাদা আলাদা অংশ অন্য জায়গায় বহন করে নেওয়া যেতে পারে এবং সেখানে আবারও একসঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে। তাই, ইস্রায়েলীয়রা প্রান্তরের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সময়, তাদের সঙ্গে করে সেই তাঁবুটা বহন করে নিয়ে যেত।

তুমি যদি তাঁবুর এক প্রান্তে ছোট্ট কামরাটার ভিতরে দেখো, তাহলে তুমি একটা বাক্স বা সিন্দুক দেখতে পাবে। এটাকে নিয়ম-সিন্দুক বলা হয়। এটার ওপরে দুই প্রান্তে সোনা দিয়ে তৈরি দুটো স্বর্গদূত বা করূব ছিল। ঈশ্বর আবারও দুটো পাথরের ফলকে দশ আজ্ঞা লিখে দিয়েছিলেন কারণ প্রথমটা মোশি ভেঙে ফেলেছেন। আর এই পাথরের ফলকগুলো নিয়ম-সিন্দুকের ভিতরে রাখা হয়। এ ছাড়া, এটার ভিতরে একটা বয়ামে মান্নাও ছিল। তোমার কি মনে আছে, মান্না কী?

মোশির ভাই হারোণকে যিহোবা মহাযাজক হওয়ার জন্য বেছে নেন। তিনি যিহোবাকে উপাসনা করার ব্যাপারে লোকেদের নেতৃত্ব দেন। আর তার ছেলেরাও যাজক হয়।

এখন তাঁবুর বড়ো কামরাটা দেখো। এটার আকার ছোটো কামরাটার দ্বিগুণ। তুমি কি সেই বাক্সটা বা ছোট্ট সিন্দুকটা দেখতে পাচ্ছ, যেটার ওপর থেকে ধোঁয়া ওপরে উঠে যাচ্ছে? এটা হচ্ছে সেই বেদি, যেখানে যাজকরা কিছু সুগন্ধিদ্রব্য জ্বালাতেন, যেটাকে ধূপ বলা হয়। এরপর, একটা দীপাধার রয়েছে, যেখানে সাতটা প্রদীপ রয়েছে। আর এই কামরার তৃতীয় বস্তুটা হল একটা টেবিল। এর ওপরে বারোটা রুটি রাখা হতো।

আবাসের প্রাঙ্গণে একটা বড়ো পাত্র বা গামলায় জল ভরা রয়েছে। যাজকরা সেটা হাত-পা ধোয়ার জন্য ব্যবহার করে থাকে। সেখানেও একটা বড়ো বেদি রয়েছে। এই বেদিতে যিহোবার উদ্দেশ্যে মারা পশুকে পোড়ানো হয়। এই তাঁবুটা শিবিরের ঠিক মাঝখানে রয়েছে আর ইস্রায়েলীয়রা এটার চারপাশে তাদের তাঁবুতে বসবাস করে।

যাত্রাপুস্তক ২৫:৮-৪০; ২৬:১-৩৭; ২৭:১-৮; ২৮:১; ৩০:১-১০, ১৭-২১; ৩৪:১, ২; ইব্রীয় ৯:১-৫.