সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৪

ইস্রায়েলের প্রথম রাজা থেকে বাবিলের বন্দিত্ব পর্যন্ত

ইস্রায়েলের প্রথম রাজা থেকে বাবিলের বন্দিত্ব পর্যন্ত

শৌল ইস্রায়েলের প্রথম রাজা হয়েছিলেন। কিন্তু যিহোবা তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং দায়ূদকে তার পদে রাজা হওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। আমরা দায়ূদ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তরুণ বয়সে, তিনি দৈত্যাকৃতির ব্যক্তি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে, তিনি ঈর্ষাপরায়ণ রাজা শৌলের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর, সুন্দরী অবীগল তাকে এক নির্বুদ্ধিতার কাজ করা থেকে বিরত করেছিলেন।

তারপর, আমরা দায়ূদের ছেলে শলোমন সম্বন্ধে অনেক কিছু শিখতে পারি, যিনি দায়ূদের পদে ইস্রায়েলের রাজা হয়েছিলেন। ইস্রায়েলের প্রথম তিন রাজার প্রত্যেকে চল্লিশ বছর করে রাজত্ব করেছিলেন। শলোমনের মৃত্যুর পরে, ইস্রায়েল দুটো রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল, একটা উত্তরের, আরেকটা দক্ষিণের।

উত্তরের দশ বংশ অশূরীয়দের দ্বারা ধ্বংস হওয়ার আগে, দু-শো সাতান্ন বছর ধরে টিকে ছিল। এর এক-শো তেত্রিশ বছর পর, দক্ষিণের দুই বংশীয় রাজ্যও ধ্বংস হয়ে যায়। সেই সময়ে ইস্রায়েলীয়দের বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া হয়। তাই, চতুর্থ খণ্ডে পাঁচ-শো দশ বছরের ইতিহাস রয়েছে, যে-সময়ের মধ্যে এমন অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে, যেগুলো আমরা মনের চোখে কল্পনা করতে পারব।

 

এই বিভাগে

STORY 56

শৌল—ইস্রায়েলের প্রথম রাজা

At first chosen by God and later rejected by him, Saul can teach us a valuable lesson.

STORY 57

ঈশ্বর দায়ূদকে মনোনীত করেন

What does God see in David that the prophet Samuel does not?

STORY 58

দায়ূদ ও গলিয়াৎ

David fought Goliath, not merely with his sling, but with a far more powerful weapon.

STORY 59

দায়ূদকে পালাতেই হয়

Saul was at first pleased with David, but developed murderous jealousy toward him. Why?

STORY 60

অবীগল ও দায়ূদ

Abigail calls her husband a fool, yet this saves his life—temporarily.

STORY 61

দায়ূদকে রাজা করা হয়

David proves that he is qualified to be king of Israel by both what he does and what he refuses to do.

STORY 62

দায়ূদের ঘরে অশান্তি

With one bad mistake, David brings calamity on himself and his family for years.

STORY 63

জ্ঞানী রাজা শলোমন

Was he really going to cut the baby in half?

STORY 64

শলোমন মন্দির নির্মাণ করেন

Despite being very wise, Solomon was persuaded to do something foolish and wrong.

STORY 65

রাজ্য বিভক্ত হয়

As soon as Jeroboam began ruling, he led the people into breaking God’s law.

STORY 66

ঈষেবল—এক দুষ্ট রানি

She would stop at nothing to get what she wanted.

STORY 67

যিহোশাফট যিহোবার ওপর নির্ভর করেন

Why would an army go to battle with unarmed singers leading the way?

STORY 68

যে-দুটি বালক আবারও বেঁচে ওঠে

Can someone who has died be brought back to life? It has happened before!

STORY 70

যোনা এবং একটা বড়ো মাছ

Jonah learned an important lesson about doing what Jehovah says.

STORY 71

ঈশ্বর এক পরমদেশের প্রতিজ্ঞা করেন

The first paradise was small; this one will fill the earth.

STORY 72

ঈশ্বর রাজা হিষ্কিয়কে সাহায্য করেন

In one night, an angel kills 185,000 Assyrian soldiers.

STORY 73

ইস্রায়েলের শেষ ভালো রাজা

As a teenager, Josiah took a brave step.

STORY 74

একজন নির্ভীক পুরুষ

Jeremiah thought he was too young to be a prophet, but God knew that he could do it.

STORY 75

বাবিলে চার জন কিশোর

They succeeded despite being separated from their families.

STORY 76

যিরূশালেম ধ্বংস হয়

Why does God let Israel’s enemies, the Babylonians, destroy Jerusalem?