গল্প ৫৮
দায়ূদ ও গলিয়াৎ
পলেষ্টীয়রা আবার ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। দায়ূদের তিন জন বড়ো ভাই এখন শৌলের সেনাবাহিনীতে রয়েছে। তাই একদিন, যিশয় দায়ূদকে বলেন: ‘তোমার ভাইদের জন্য কিছু শস্য ও রুটি নিয়ে যাও। দেখে এসো তারা কেমন আছে।’
দায়ূদ যখন সৈন্যশিবিরে পৌঁছায়, তখন সে দৌড়ে সৈন্যদের সারিতে তার ভাইদের খুঁজতে যায়। গলিয়াৎ নামে একজন দৈত্যাকৃতির পলেষ্টীয় তখন ইস্রায়েলীয়দের টিটকারি দেওয়ার জন্য বের হয়ে আসে। সে চল্লিশ দিন ধরে প্রতিদিন সকালে ও বিকেলে তা করছে। সে চিৎকার করে বলে: ‘তোমাদের মধ্যে থেকে একজনকে আমার সঙ্গে লড়াই করার জন্য বেছে নাও। সে যদি জয়ী হয় ও আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা তোমাদের দাস হব। কিন্তু, যদি আমি জয়ী হই ও তাকে মেরে ফেলি, তাহলে তোমরা আমাদের দাস হবে। তোমাদের সাহস থাকলে আমার সঙ্গে লড়াই করার জন্য কাউকে বেছে নিয়ে পাঠিয়ে দাও।’
দায়ূদ কয়েক জন সৈন্যকে জিজ্ঞেস করে: ‘যে-ব্যক্তি ওই পলেষ্টীয়কে মেরে ইস্রায়েলকে এই লজ্জার হাত থেকে রক্ষা করতে পারবে, সে কী পাবে?’
‘শৌল তাকে অনেক ধনসম্পদ দেবেন,’ সৈন্যদের মধ্যে একজন বলে। ‘আর তিনি তাকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন।’
কিন্তু, সমস্ত ইস্রায়েলীয়ই গলিয়াৎকে ভয় পায় কারণ সে অনেক লম্বা। সে ৯ ফুটের চেয়ে বেশি (প্রায় ৩ মিটার) লম্বা আর অন্য একজন সৈন্য তার ঢাল বয়ে নিয়ে যায়।
কয়েক জন সৈন্য রাজা শৌলের কাছে গিয়ে বলে যে, দায়ূদ গলিয়াতের সঙ্গে লড়াই করতে চায়। কিন্তু, শৌল দায়ূদকে বলেন: ‘তুমি এই পলেষ্টীয়ের সঙ্গে লড়াই করতে পারবে না। তুমি তো সামান্য একজন বালক আর সে বলতে গেলে জন্মের পর থেকেই যুদ্ধ করছে।’ দায়ূদ উত্তর দেয়: ‘আমি সেই ভাল্লুক ও সিংহকে মেরেছি, যেগুলো আমার বাবার মেষপালকে আক্রমণ করেছিল। আর এই পলেষ্টীয় আমার কাছে সেগুলোর কোনো একটার মতোই হবে। যিহোবা আমাকে সাহায্য করবেন।’ তাই, শৌল বলেন: ‘যাও, যিহোবা তোমার সঙ্গে থাকুন।’
দায়ূদ একটা জলাশয়ের ধারে গিয়ে পাঁচটা মসৃণ পাথর তুলে নেয় আর সেগুলো তার থলিতে ভরে রাখে। তারপর, সে তার গুলতি নেয় ও সেই দৈত্যাকৃতি ব্যক্তির সঙ্গে লড়াই করতে যায়। গলিয়াৎ যখন তাকে দেখে, তখন সে তা বিশ্বাসই করতে পারে না। সে মনে করে, দায়ূদকে মেরে ফেলা তো কোনো ব্যাপারই না।
‘আমার কাছে আয়,’ গলিয়াৎ বলে ‘আমি তোর দেহ পশুপাখিকে খেতে দেব।’ কিন্তু দায়ূদ বলে: ‘তুমি খড়্গ ও বর্শা নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু আমি যিহোবার নাম নিয়ে তোমার কাছে আসছি। আজকে যিহোবা তোমাকে আমার হাতে দেবেন আর আমি তোমাকে মেরে ফেলব।’
তখন দায়ূদ দৌড়ে গলিয়াতের দিকে এগিয়ে যায়। সে তার থলি থেকে একটা পাথর বের করে গুলতিতে ভরে এবং তার সমস্ত শক্তি দিয়ে সেটা ছুড়ে মারে। পাথরটা সোজা গিয়ে গলিয়াতের মাথায় লাগে আর সে মরে মাটিতে পড়ে যায়! পলেষ্টীয়রা যখন দেখে যে, তাদের সেরা যোদ্ধা পড়ে গিয়েছে, তখন তারাও ঘুরে দৌড়ে পালাতে থাকে। ইস্রায়েলীয়রা তাদের পিছন পিছন যায় এবং যুদ্ধে জয়ী হয়।