সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৫৭

ঈশ্বর দায়ূদকে মনোনীত করেন

ঈশ্বর দায়ূদকে মনোনীত করেন

তুমি কি দেখতে পাচ্ছ, কী হয়েছে? এই ছেলেটি একটা ভাল্লুকের হাত থেকে ছোট্ট মেষটাকে বাঁচিয়েছে। এই ভাল্লুকটা এসে ওই মেষটাকে ধরে নিয়ে খেতে যাচ্ছিল। কিন্তু, ছেলেটি দৌড়ে ওদের পিছন পিছন যায় এবং ভাল্লুকের মুখ থেকে মেষটাকে বাঁচায়। আর যখন ওই ভাল্লুকটা উঠে দাঁড়ায়, তখন ছেলেটি ভাল্লুকটাকে ধরে আঘাত করে মেরে ফেলে! আরেক বার, সে একটা সিংহের হাত থেকে একটা মেষকে বাঁচিয়েছিল। সে কি একজন সাহসী ছেলে নয়? তুমি জান, সে কে?

এ হচ্ছে অল্পবয়সি দায়ূদ। সে বৈৎলেহম নগরে থাকে। তার ঠাকুরদাদার নাম ওবেদ, যিনি রূৎ ও বোয়সের ছেলে। তোমার কি তাদের কথা মনে আছে? আর দায়ূদের বাবার নাম যিশয়। দায়ূদ তার বাবার মেষপালের দেখাশোনা করে। যিহোবা শৌলকে রাজা হিসেবে মনোনীত করার দশ বছর পর দায়ূদের জন্ম হয়েছিল।

সেই সময়টা উপস্থিত হয়, যখন যিহোবা শমূয়েলকে বলেন: ‘ওই বিশেষ তেল থেকে কিছুটা নিয়ে বৈৎলেহমে যিশয়ের বাড়িতে যাও। আমি তার একজন ছেলেকে রাজা হওয়ার জন্য মনোনীত করেছি।’ শমূয়েল যখন যিশয়ের সবচেয়ে বড়ো ছেলে ইলীয়াবকে দেখেন, তখন তিনি মনে মনে বলেন: ‘যিহোবা নিশ্চয়ই একেই মনোনীত করেছেন।’ কিন্তু যিহোবা তাকে বলেন: ‘সে কতটা লম্বা ও সুদর্শন, সেটার প্রতি মনোযোগ দিও না। আমি তাকে রাজা হওয়ার জন্য মনোনীত করিনি।’

তাই, যিশয় তার ছেলে অবীনাদবকে শমূয়েলের কাছে নিয়ে আসেন। কিন্তু শমূয়েল বলেন: ‘না, যিহোবা একেও মনোনীত করেননি।’ এরপর, যিশয় তার ছেলে শম্মকে নিয়ে আসেন। ‘না, যিহোবা একেও মনোনীত করেননি।’ এভাবে যিশয় তার সাত ছেলেকে শমূয়েলের সামনে নিয়ে আসেন কিন্তু যিহোবা তাদের মধ্যে থেকে কাউকেই মনোনীত করেন না। ‘তোমার কি এই ক-টি ছেলেই আছে?’ শমূয়েল জিজ্ঞেস করেন।

‘সবচেয়ে ছোটো জন বাকি আছে,’ যিশয় বলেন। ‘কিন্তু, সে মেষপালের দেখাশোনা করার জন্য বাইরে আছে।’ যখন দায়ূদকে আনা হয়, তখন শমূয়েল দেখেন যে, সে দেখতে বেশ সুন্দর। ‘এই সেই ব্যক্তি,’ যিহোবা বলেন। ‘তার মাথায় তেল ঢালো।’ আর শমূয়েল তা-ই করেন। একটা সময় আসবে, যখন দায়ূদ ইস্রায়েলের রাজা হবেন।