গল্প ৭০
যোনা এবং একটা বড়ো মাছ
জলের মধ্যে লোকটিকে দেখো। তিনি ভয়ানক সমস্যায় পড়ে গিয়েছেন, তাই না? ওই মাছটা তাকে এখনই গিলে ফেলবে! তুমি কি জান, এই লোকটি কে? তার নাম হচ্ছে যোনা। এসো দেখা যাক, কীভাবে তিনি এই ভয়ানক সমস্যায় পড়েছেন।
যোনা হচ্ছেন যিহোবার একজন ভাববাদী। ভাববাদী ইলীশায় মারা যাওয়ার অল্পসময় পরেই, যিহোবা যোনাকে বলেন: ‘মহানগর নীনবীতে যাও। সেখানকার লোকেদের দুষ্টতা খুবই বেড়ে গিয়েছে আর আমি চাই তুমি গিয়ে তাদের এই সম্বন্ধে জানাও।’
কিন্তু, যোনা যেতে চান না। তাই, তিনি এমন একটা জাহাজে গিয়ে উঠলেন, যেটা নীনবীর উলটো দিকে যাত্রা করছে। যোনা পালিয়ে যাচ্ছেন দেখে যিহোবা খুশি হননি। তাই, তিনি এক প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করলেন। এটা এতই শক্তিশালী যে, জাহাজটা প্রায় ডুবতে বসে। নাবিকেরা এতই ভয় পেয়ে যায় যে, তারা তাদের দেবতাদের কাছে সাহায্য চেয়ে কান্নাকাটি শুরু করে দেয়।
অবশেষে যোনা তাদের বলেন: ‘আমি যিহোবা ঈশ্বরের উপাসনা করি, যিনি এই আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমি, যিহোবা আমাকে যা করতে বলেছেন, তা না করে পালিয়ে যাচ্ছি।’ তাই, নাবিকরা জিজ্ঞেস করে: ‘আমরা তোমার প্রতি কী করলে এই ঝড় থামানো যেতে পারে?’
‘আমাকে ধরে সমুদ্রে ফেলে দাও, তাহলে সমুদ্র আবার শান্ত হয়ে যাবে,’ যোনা বলেন। নাবিকরা তা করতে চায় না, কিন্তু ঝড় যখন ধীরে ধীরে আরও বাড়তে থাকে, তখন তারা যোনাকে জাহাজ থেকে ফেলে দেয়। সঙ্গেসঙ্গে ঝড় থেমে যায় আর সমুদ্রও আবার শান্ত হয়ে যায়।
যোনা যখন সমুদ্রে ডুবে যেতে থাকেন, তখন একটা বড়ো মাছ এসে তাকে গিলে ফেলে। কিন্তু, তিনি মারা যান না। তিন দিন ও তিন রাত তিনি সেই মাছের পেটের ভিতর থাকেন। যোনা খুবই দুঃখিত হন কারণ তিনি যিহোবার বাধ্য হয়ে নীনবীতে যাননি। তাই, তিনি কী করলেন, তুমি কি তা জান?
যোনা যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন। তখন যিহোবা মাছটাকে এক শুকনো জায়গায় বমি করিয়ে যোনাকে বের করে আনেন। পরে, যোনা নীনবীতে যান। এটা কি আমাদের শিক্ষা দেয় না যে, যিহোবা যা বলেন, তা পালন করা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ?
বাইবেলের যোনা ভাববাদীর পুস্তক।