সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৬৭

যিহোশাফট যিহোবার ওপর নির্ভর করেন

যিহোশাফট যিহোবার ওপর নির্ভর করেন

তুমি কি জান, এই লোকেরা কারা এবং তারা কী করছে? তারা যুদ্ধ করতে যাচ্ছে আর সামনে থাকা লোকেরা গান গাইছে। কিন্তু, তুমি হয়তো জিজ্ঞেস করতে পার: ‘গায়কদের হাতে যুদ্ধ করার জন্য খড়্গ ও বর্শা নেই কেন?’ এসো দেখি।

যিহোশাফট ইস্রায়েলের দুই বংশীয় রাজ্যের রাজা। তিনি উত্তরের দশ বংশীয় রাজ্যের রাজা আহাব ও ঈষেবলের সমসাময়িক ব্যক্তি। কিন্তু, যিহোশাফট একজন ভালো রাজা আর তার বাবা আসাও একজন ভালো রাজা ছিলেন। তাই, অনেক বছর ধরে দক্ষিণের দুই বংশীয় রাজ্যের লোকেরা সুন্দরভাবে জীবনযাপন করছিল।

তবে, এখন লোকেদের ভয় পাইয়ে দেওয়ার মতো কিছু ঘটেছে। বার্তাবাহকরা যিহোশাফটকে এই খবর দেয়: ‘মোয়াব ও অম্মোন দেশ এবং সেয়ীর পর্বত থেকে বিরাট সৈন্যদল আপনাকে আক্রমণ করার জন্য আসছে।’ অনেক ইস্রায়েলীয় যিহোবার সাহায্য চাওয়ার জন্য যিরূশালেমে একত্রিত হয়। তারা মন্দিরে যায় আর সেখানে যিহোশাফট এই প্রার্থনা করেন: ‘হে যিহোবা আমাদের ঈশ্বর, আমরা জানি না আমাদের কী করতে হবে। আমরা এই বিরাট সৈন্যদলের সামনে বড়োই অসহায়। আমরা তোমার সাহায্যের দিকেই তাকিয়ে আছি।’

যিহোবা প্রার্থনা শোনেন আর তিনি তাঁর একজন দাসকে দিয়ে লোকেদের জানান: ‘এই যুদ্ধ তোমাদের নয় বরং ঈশ্বরের। তোমাদের যুদ্ধ করতে হবে না। তোমরা শুধু তাকিয়ে দেখবে যে, কীভাবে যিহোবা তোমাদের রক্ষা করেন।’

তাই পরদিন সকালে যিহোশাফট লোকেদের বলেন: ‘যিহোবার ওপর নির্ভর করো!’ এরপর, তিনি গায়কদেরকে তার সৈন্যদের সামনে রাখেন আর তারা সারি বেঁধে চলার সময়ে যিহোবার প্রশংসাগান গাইতে থাকে। তারা যখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি পৌঁছায়, তখন কী হয়, তুমি কি তা জান? যিহোবা শত্রুপক্ষের সৈন্যদেরকে একে অন্যের মধ্যে লড়াই বাধিয়ে দেন। আর যখন ইস্রায়েলীয়রা সেখানে পৌঁছায়, তখন ইতিমধ্যেই সমস্ত শত্রু মরে শেষ হয়ে গিয়েছে!

যিহোশাফট যিহোবার ওপর নির্ভর করে কি জ্ঞানের পরিচয় দেননি? আমরাও জ্ঞানের পরিচয় দিতে পারব, যদি আমরা তাঁর ওপর নির্ভর করি।