সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ৭৪

একজন নির্ভীক পুরুষ

একজন নির্ভীক পুরুষ

দেখো, লোকেরা এই যুবককে নিয়ে কত ঠাট্টাতামাশা করছে। তুমি কি জান, তিনি কে? তিনি হলেন যিরমিয়। তিনি ঈশ্বরের খুবই গুরুত্বপূর্ণ একজন ভাববাদী।

রাজা যোশিয় দেশ থেকে প্রতিমা ধ্বংস করতে শুরু করার অল্পসময় পর, যিহোবা যিরমিয়কে তাঁর ভাববাদী হতে বলেন। কিন্তু, যিরমিয় মনে করেন যে, একজন ভাববাদী হওয়ার জন্য তার বয়স খুবই কম। তবে, যিহোবা বলেন যে, তিনি তাকে সাহায্য করবেন।

যিরমিয় ইস্রায়েলীয়দেরকে তাদের মন্দ কাজ বন্ধ করতে বলেন। ‘পরজাতীয় লোকেরা যে-সমস্ত দেব-দেবীর উপাসনা করে, তারা মিথ্যা,’ তিনি বলেন। কিন্তু, অনেক ইস্রায়েলীয় সত্য ঈশ্বর যিহোবার উপাসনা করার পরিবর্তে বরং প্রতিমার উপাসনাই করত। যিরমিয় যখন লোকেদের বলেন যে, ঈশ্বর তাদের মন্দ কাজের জন্য তাদের শাস্তি দেবেন, তখন তারা শুধু হেসে তার কথা উড়িয়ে দেয়।

কয়েক বছর কেটে যায়। যোশিয় মারা যান আর এর তিন মাস পর তার ছেলে যিহোয়াকীম রাজা হন। যিরমিয় লোকেদের এই কথা বলে চলেন: ‘তোমরা যদি তোমাদের মন্দ পথ পরিবর্তন না করো, তাহলে যিরূশালেম ধ্বংস হয়ে যাবে।’ তখন যাজকরা যিরমিয়কে ধরে চিৎকার করে বলে: ‘এইসব বিষয় বলার কারণে তোমাকে মেরে ফেলা উচিত।’ তারা তখন ইস্রায়েলের অধ্যক্ষদের বলে: ‘যিরমিয়কে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ সে আমাদের নগরের বিরুদ্ধে কথা বলেছে।’

যিরমিয় এখন কী করবেন? তিনি ভয় পান না! তিনি তাদের সকলকে বলেন: ‘যিহোবা আমাকে তোমাদের কাছে এই বিষয় বলার জন্য পাঠিয়েছেন। তোমরা যদি তোমাদের জীবনযাপনের মন্দ পথ পরিবর্তন না করো, তাহলে যিহোবা যিরূশালেমকে ধ্বংস করবেন। কিন্তু, তোমরা এই বিষয়ে নিশ্চিত থাকো: তোমরা যদি আমাকে মেরে ফেলো, তাহলে তোমরা একজন নির্দোষ ব্যক্তিকে মেরে ফেলবে।’

অধ্যক্ষরা তখন যিরমিয়কে ছেড়ে দেয় কিন্তু ইস্রায়েলীয়রা তাদের মন্দ পথগুলো পরিবর্তন করে না। পরে, বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর আসেন এবং যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করেন। অবশেষে নবূখদ্‌নিৎসর ইস্রায়েলীয়দেরকে তার দাস করে রাখেন। তিনি হাজার হাজার ইস্রায়েলীয়কে বাবিলে নিয়ে যান। একটু চিন্তা করে দেখো তো, অপরিচিত লোকেরা যদি তোমাদেরকে তোমাদের দেশ থেকে ধরে নিয়ে কোনো অচেনা দেশে নিয়ে যায়, তাহলে তোমাদের কেমন লাগবে!

যিরমিয় ১:১-৮; ১০:১-৫; ২৬:১-১৬; ২ রাজাবলি ২৪:১-১৭.