সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৫

বাবিলের বন্দিত্ব থেকে যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ পর্যন্ত

বাবিলের বন্দিত্ব থেকে যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ পর্যন্ত

বাবিলে বন্দিত্বে থাকার সময় ইস্রায়েলীয়দের বিশ্বাসের অনেক পরীক্ষা দিতে হয়েছিল। শদ্রক, মৈশক ও অবেদ্‌নগোকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু ঈশ্বর তাদেরকে জীবিত অবস্থায় বের করে নিয়ে এসেছিলেন। পরে, বাবিল মাদীয় ও পারসীকদের দ্বারা পরাজিত হয়েছিল আর দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু ঈশ্বর সিংহদের মুখ বন্ধ করে দিয়ে তাকেও রক্ষা করেছিলেন।

অবশেষে পারস্যরাজ কোরস ইস্রায়েলীয়দের মুক্ত করেছিলেন। তাদের বন্দি করে বাবিলে নিয়ে যাওয়ার ঠিক সত্তর বছর পরে তারা নিজেদের দেশে ফিরে এসেছিল। যিরূশালেমে ফিরে আসার পর তারা প্রথমে যে-কাজ করেছিল, তা হল যিহোবার মন্দির নির্মাণ করতে শুরু করা। কিন্তু, শত্রুদের কারণে খুব শীঘ্র তাদের কাজ থেমে গিয়েছিল। তাই, যিরূশালেমে ফিরে আসার প্রায় বাইশ বছর পর, তারা অবশেষে মন্দিরের নির্মাণকাজ শেষ করেছিল।

এরপর, আমরা মন্দিরকে আরও সুন্দর করে তোলার জন্য যিরূশালেমে ইষ্রার যাত্রা সম্বন্ধে শিখতে পারি। সেই কাজ মন্দির নির্মাণ শেষ হওয়ার প্রায় সাতচল্লিশ বছর পর হয়েছিল। এরপর, ইষ্রার যাত্রার তেরো বছর পরে, নহিমিয় যিরূশালেমের ভেঙে যাওয়া প্রাচীর পুনর্নির্মাণের জন্য সাহায্য করেছিলেন। সব মিলিয়ে, পঞ্চম খণ্ডে এক-শো বাহান্ন বছরের ইতিহাস রয়েছে।

 

এই বিভাগে

STORY 77

তারা প্রণিপাত করবে না

Would God save these three obedient young men from the fiery furnace?

STORY 78

দেওয়ালের ওপর হাতের লেখা

The prophet Daniel interprets four mysterious words.

STORY 79

সিংহের গর্তে দানিয়েল

Daniel received a death sentence, but could he have avoided it?

STORY 80

ঈশ্বরের লোকেরা বাবিল ত্যাগ করে

King Cyrus of Persia fulfilled one prophecy when he captured Babylon, and now he fulfills another.

STORY 81

ঈশ্বরের সাহায্যের ওপর নির্ভর করা

The Israelites break man’s laws in order to obey God. Will God bless them?

STORY 82

মর্দখয় ও ইষ্টের

Queen Vashti was beautiful, but King Ahasuerus still replaced her with Esther as his new queen. Why?

STORY 83

যিরূশালেমের প্রাচীর

While rebuilding the wall, the workers must keep their swords and spears ready both day and night.