খণ্ড ৬
যিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
স্বর্গদূত গাব্রিয়েলকে মরিয়ম নামে এক চমৎকার যুবতীর কাছে পাঠানো হয়েছিল। তিনি তাকে বলেছিলেন যে, তার একটি সন্তান হবে, যে-সন্তান চিরকাল রাজা হিসেবে শাসন করবেন। সেই সন্তান অর্থাৎ যিশু একটা আস্তাবলে জন্মগ্রহণ করেন, যেখানে মেষপালকরা তাঁকে দেখতে এসেছিল। পরে, একটা তারা কয়েক জন পুরুষকে পথ দেখিয়ে পূর্বদেশ থেকে এই শিশুর কাছে নিয়ে এসেছিল। আমরা জানব যে, কে তাদেরকে সেই তারা দেখিয়েছিল আর যিশুকে যে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল, সেটা থেকে কীভাবে তিনি রক্ষা পেয়েছিলেন।
তারপর, আমরা যিশুকে দেখতে পাই, যখন তাঁর বয়স বারো বছর আর তখন তিনি মন্দিরে শিক্ষাগুরুদের সঙ্গে কথা বলছিলেন। সেই ঘটনার আঠারো বছর পর যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন আর এরপর তিনি রাজ্যের প্রচার ও শিক্ষাদানের কাজ শুরু করেছিলেন, যা করার জন্য ঈশ্বর তাঁকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাঁকে এই কাজ করতে সাহায্য করার জন্য যিশু বারো জন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে তাঁর প্রেরিত হিসেবে নিযুক্ত করেছিলেন।
তা ছাড়া, যিশু অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি শুধুমাত্র কয়েকটা ছোটো মাছ ও কয়েক টুকরো রুটি দিয়ে হাজার হাজার লোককে খাইয়েছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন আর এমনকী মৃতদের জীবিত করেছিলেন। অবশেষে, আমরা যিশুর জীবনের শেষের দিকে ঘটা অনেক বিষয় সম্বন্ধে আর কীভাবে তাঁকে মেরে ফেলা হয়, সেই সম্বন্ধে জানব। যিশু প্রায় সাড়ে তিন বছর প্রচার করেছিলেন, তাই সব মিলিয়ে ষষ্ঠ খণ্ডে চৌত্রিশ বছরের চেয়ে একটু বেশি সময়ের ইতিহাস রয়েছে।
এই বিভাগে
STORY 84
একজন স্বর্গদূত মরিয়মের কাছে আসেন
He brings a message from God: Mary is going to have a baby who will be a king forever.
STORY 88
যোহন যিশুকে বাপ্তাইজিত করেন
John has been baptizing sinners, but Jesus never sinned. Why did John baptize him?
STORY 90
কুয়োর ধারে এক মহিলার সঙ্গে
How can the water that Jesus offers keep her from ever getting thirsty at all?
STORY 92
যিশু মৃতকে উত্থিত করেন
Using God’s power, Jesus said two simple words and resurrected the daughter of Jairus.
STORY 93
যিশু অনেক লোককে খাবার খাওয়ান
By miraculously feeding thousands, Jesus proved what important point?
STORY 94
তিনি ছোটো শিশুদের ভালোবাসেন
Jesus teaches the apostles that they have much to learn not only about little children, but also from the children.
STORY 95
যিশু যেভাবে শিক্ষা দেন
Jesus’ parable of the neighborly Samaritan is an example of the style of teaching he used most often.
STORY 98
জৈতুন পর্বতের ওপরে
Jesus tells four of his apostles about things that are happening in our time.
STORY 101
যিশুকে মেরে ফেলা হয়
While being put to death on the stake, he made a promise about paradise.