গল্প ৯৮
জৈতুন পর্বতের ওপরে
জৈতুন পর্বতের ওপরে এই ব্যক্তি হলেন যিশু। তাঁর সঙ্গে যে-চার জন ব্যক্তি রয়েছে, তারা তাঁর প্রেরিত। এখানে আন্দ্রিয় ও পিতর দুই ভাই রয়েছে আর সেইসঙ্গে আরও দুই ভাই যাকোব ও যোহন রয়েছে। তুমি ওই দিকে দূরে যিরূশালেমে ঈশ্বরের মন্দির দেখতে পাচ্ছ।
যিশু ছোটো গাধার পিঠে চড়ে যিরূশালেমে যাওয়ার পর দু-দিন পার হয়ে গিয়েছে। আজ মঙ্গলবার। দিনের শুরুর দিকে যিশু মন্দিরে ছিলেন। সেখানে যাজকরা যিশুকে মেরে ফেলার জন্য ধরার চেষ্টা করে। কিন্তু, তারা সেটা করতে ভয় পায় কারণ লোকেরা যিশুকে পছন্দ করে।
‘সর্প ও সর্পের বংশেরা!’ যিশু ওই ধর্মীয় নেতাদের এই বলে ডাকেন। তারপর, যিশু বলেন যে, তারা যে-সমস্ত মন্দ কাজ করেছে, সেগুলোর জন্য ঈশ্বর তাদের শাস্তি দেবেন। এরপর, যিশু জৈতুন পর্বতে ওঠেন আর তখন এই চার জন প্রেরিত তাঁকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। তুমি কি জান, তারা যিশুকে কী জিজ্ঞেস করছে?
প্রেরিতরা ভবিষ্যতের বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে। তারা জানে যে, যিশু পৃথিবী থেকে সমস্ত মন্দতা দূর করে দেবেন। কিন্তু, তারা জানতে চায় যে, কখন তা ঘটবে। যিশু রাজা হিসেবে শাসন করার জন্য আবার কখন আসবেন?
যিশু জানেন যে, তিনি যখন আবার আসবেন, তখন পৃথিবীতে তাঁর অনুসারীরা তাঁকে দেখতে পারবে না। কারণ তিনি স্বর্গে থাকবেন আর তাই তারা তাঁকে সেখানে দেখতে পারবে না। তাই, যিশু তাঁর প্রেরিতদের এমন কিছু বিষয় বলেন, যেগুলো তিনি স্বর্গে রাজা হিসেবে শাসন করার সময় পৃথিবীতে ঘটবে। এর মধ্যে কয়েকটা বিষয় কী?
যিশু বলেন যে, বড়ো বড়ো যুদ্ধ হবে, অনেক লোক অসুস্থ ও ক্ষুধার্ত হবে, অপরাধ বৃদ্ধি পাবে আর বড়ো বড়ো ভূমিকম্প হবে। যিশু আরও বলেন যে, ঈশ্বরের রাজ্যের সুসমাচার পৃথিবীর সব জায়গায় প্রচার করা হবে। আমরা কি আমাদের সময়ে এই বিষয়গুলো ঘটতে দেখছি? হ্যাঁ! আর তাই আমরা নিশ্চিত হতে পারি যে, যিশু এখন স্বর্গে শাসন করছেন। খুব শীঘ্র তিনি পৃথিবী থেকে সমস্ত মন্দতা দূর করে দেবেন।