সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গল্প ১০২

যিশু বেঁচে ওঠেন

যিশু বেঁচে ওঠেন

তুমি কি জান, এই মহিলাটি কে আর এই পুরুষ দু-জন কারা? এই মহিলা হচ্ছেন, মগ্দলীনী মরিয়ম আর তিনি যিশুর একজন অনুসারী। আর যে-পুরুষরা সাদা পোশাক পরে আছে, তারা হল স্বর্গদূত। মরিয়ম যে-ছোটো ঘরটার ভিতরে তাকিয়ে দেখছেন, এখানেই মৃত্যুর পর যিশুর দেহ রাখা হয়েছিল। এটাকে কবর বলা হয়। কিন্তু, মৃতদেহটা এখানে নেই! কে এটা নিয়ে গেল? চলো দেখি।

যিশুর মৃত্যুর পরে, যাজকরা পীলাতকে বলল: ‘যিশু বেঁচে থাকতে বলেছিলেন যে, তিন দিন পর তিনি আবার উত্থিত হবেন। তাই, তাঁর কবরটা পাহারা দেওয়ার আদেশ দিন। তাহলে তাঁর শিষ্যরা আর তাঁর দেহ চুরি করে বলতে পারবে না যে, তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন!’ পীলাত তখন সেই যাজকদের বললেন যেন তারা কবরটা পাহারা দেওয়ার জন্য সৈন্যদের পাঠায়।

কিন্তু, যিশুর মৃত্যুর পরে তৃতীয় দিন খুব ভোরে যিহোবার একজন স্বর্গদূত আসেন। তিনি কবরের সামনে থেকে পাথরটা সরিয়ে দেন। সৈন্যরা এতই ভয় পেয়ে যায় যে, তারা নড়াচড়া করতে পারে না। অবশেষে তারা যখন কবরের ভিতরে তাকায়, তখন তারা দেখে যে, মৃতদেহটা সেখানে নেই! কয়েক জন সৈন্য নগরের ভিতরে গিয়ে যাজকদের তা জানায়। তুমি কি জান, সেই মন্দ যাজকরা কী করল? তারা সৈন্যদের মিথ্যা কথা বলার জন্য টাকা দিল। যাজকরা সেই সৈন্যদের বলল, ‘তোমরা বলবে যে, আমরা যখন রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তখন তাঁর শিষ্যরা এসে দেহটা চুরি করে নিয়ে গিয়েছে।’

এই সময়ের মধ্যে, যিশুর পরিচিত কয়েক জন মহিলা তাঁর কবর দেখতে আসে। তারা কবরটা খালি দেখে খুবই অবাক হয়ে যায়! হঠাৎ উজ্জ্বল পোশাক পরা দু-জন স্বর্গদূত তাদের সামনে আসে। তারা জিজ্ঞেস করে, ‘তোমরা যিশুকে এখানে কেন খুঁজছ? তিনি তো উত্থিত হয়েছেন। শীঘ্র যাও এবং তাঁর শিষ্যদের তা জানাও।’ সেই মহিলারা খুব দ্রুত দৌড়ে যান! কিন্তু যাওয়ার পথে একজন পুরুষ তাদেরকে থামিয়ে দেন। তুমি কি জান, তিনি কে? তিনি হলেন যিশু! ‘যাও, আমার শিষ্যদের গিয়ে বলো,’ তিনি বলেন।

সেই মহিলারা যখন শিষ্যদেরকে বলে যে, যিশু জীবিত এবং তারা তাঁকে দেখেছে, তখন শিষ্যদের কাছে তা বিশ্বাস করা কঠিন হয়। পিতর এবং যোহন নিজের চোখে তা দেখার জন্য দৌড়ে সেখানে যায়, কিন্তু তারা দেখতে পায়, কবরটা খালি পড়ে আছে! পিতর এবং যোহন চলে যাওয়ার পরও, মগ্দলীনী মরিয়ম সেখানে দাঁড়িয়ে থাকেন। আর তখনই তিনি ভিতরে তাকান আর সেই দু-জন স্বর্গদূতকে দেখতে পান।

তুমি কি জান, যিশুর দেহের কী হয়েছিল? ঈশ্বর সেটাকে অদৃশ্য করে দিয়েছিলেন। ঈশ্বর যিশুকে সেই একই মাংসিক দেহে পুনরুত্থিত করেননি, যে-দেহ নিয়ে যিশু মারা গিয়েছিলেন। তিনি যিশুকে একটা নতুন আত্মিক দেহ দিয়েছিলেন, যেমনটা স্বর্গে দূতদের রয়েছে। কিন্তু, যিশু যে জীবিত আছেন, তা তাঁর শিষ্যদের দেখানোর জন্য যিশু এমন একটা দেহধারণ করতে পারেন, যা লোকেরা দেখতে পাবে। এই বিষয়টা সম্বন্ধে আমরা পরে শিখব।