সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪

পাঠ ৪

কোনো এক বৃষ্টির দিনে।

কেঁদে কেঁদে বলে মিষ্টি,

“আটকে আছি একলা ঘরে,

থামছে না কেন বৃষ্টি?”

তারপর, হঠাৎ!

দেখা দেয় সূয্যিমামা।

থামে বৃষ্টি, তাই তো মিষ্টি

আহ্লাদে আটখানা!

মিষ্টি তখন বাইরে গিয়ে, বেজায় খুশি হয়। দেখতে পায় দৃশ্য এমন, জাগায় যে বিস্ময়।

“জানতাম না আগে আমি,” মিষ্টি বলে ওঠে, “ঈশ্বরের দান বৃষ্টি থেকে সুন্দর ফুল ফোটে!”

খেলা

আপনাদের সন্তানকে পড়ে শোনান:

প্রেরিত ১৪:১৭

আপনাদের সন্তানকে দেখাতে বলুন:

জানালা পাখি মিষ্টি

গাছ ফুল

লুকানো বিষয়গুলো খুঁজে বের করতে বলুন।

গুবরেপোকা উড়োজাহাজ

আপনাদের সন্তানকে জিজ্ঞেস করুন:

কেন যিহোবা বৃষ্টি দিয়েছেন?