পাঠ ৬
হাতের আঙুল দেখো তোমার, পায়ের আঙুল নাড়াও।
কান দুটো কোথায় তোমার, নাকটা কোথায় দেখাও।
পা দুটো দেখো তোমার, দৌড়াতে দরকারি। লাফাতে আর ঘুরপাক খেতে বড়োই উপকারী!
কী দেখতে পাও তুমি, দেখো যখন আয়না?
যিহোবারই সৃষ্টি সব, নেই কোনো তুলনা!
খেলা
আপনাদের সন্তানকে পড়ে শোনান:
আপনাদের সন্তানকে দেখাতে বলুন:
হাতের আঙুল পায়ের আঙুল নাক
কান মুখ
লুকানো বিষয়গুলো খুঁজে বের করতে বলুন।
কাঁকড়া বিড়াল
আপনাদের সন্তানকে জিজ্ঞেস করুন:
কে তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন?