সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তারা কারা?

তারা কারা?

তারা কারা?

যিহোবার সাক্ষীরা চায় যে আপনি তাদের সাথে আরও ভালভাবে পরিচিত হন। হয়ত তাদের সাথে প্রতিবেশী ও সহকর্মী হিসাবে অথবা জীবনের অন্য কোন দৈনন্দিন ক্ষেত্রে আপনার সাক্ষাৎ হয়েছে। তাদের পত্রিকা পথচারীদের অর্পণ করতে, আপনি হয়ত তাদের রাস্তায় দেখেছেন। অথবা হয়ত আপনার দরজায় দাঁড়িয়ে তাদের সাথে সংক্ষেপে কথা বলেছেন।

আসলে, যিহোবার সাক্ষীরা আপনার ও আপনার মঙ্গল সম্বন্ধে আগ্রহী। তারা আপনার বন্ধু হতে চায় এবং তাদের নিজেদের সম্পর্কে, তাদের বিশ্বাস, তাদের সংগঠন এবং মানুষ ও যে পৃথিবীতে আমরা সকলে বাস করি সে সম্বন্ধে তারা কি বোধ করে সে সম্পর্কে আপনাকে আরও অধিক বলতে চায়। এই উদ্দেশ্য সাধন করতে, তারা আপনার জন্য এই ব্রোশারটি তৈরি করেছে।

বেশির ভাগ ক্ষেত্রেই যিহোবার সাক্ষীরা অন্যান্য যে কোন ব্যক্তির মতই। তাদের নিজেদের সমস্যাগুলি রয়েছে—অর্থনৈতিক, দৈহিক, মানসিক। তারা সময়ে সময়ে ভুল করে, কারণ তারা সিদ্ধ, অনুপ্রাণিত অথবা অভ্রান্ত নয়। কিন্তু তারা তাদের অভিজ্ঞতাগুলি থেকে শিখতে ও অধ্যবসায়ের সাথে বাইবেল অধ্যয়ন করে প্রয়োজনীয় সংশোধনগুলি করে নিতে চেষ্টা করে। ঈশ্বরের ইচ্ছা পালন করতে তাঁর কাছে তারা নিজেদের উৎসর্গ করেছে এবং এই উৎসর্গীকরণ পূর্ণ করতে তারা একনিষ্ঠভাবে ব্রতী হয়। তাদের সকল কাজে তারা ঈশ্বরের বাক্য এবং তাঁর পবিত্র আত্মার নির্দেশনার অন্বেষণ করে।

এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তাদের বিশ্বাসসকল শুধুমাত্র মানুষের কল্পনা অথবা ধর্মীয় মতসমূহের উপরে নয়, কিন্তু বাইবেলের উপরে ভিত্তি করে হয়। তারা বোধ করে ঠিক প্রেরিত পৌলের মতই যিনি অনুপ্রাণিত হয়ে বলেছিলেন: “প্রত্যেক মানুষ মিথ্যাবাদী হলেও ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা হউক।” (রোমীয় ৩:৪, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন a) বাইবেল সত্য হিসাবে কোন শিক্ষা যখন তাদের প্রদান করা হয়, তারা পূর্ণোদ্যমে সমর্থন করে সেই পথকে যা বিরয়াবাসীরা অনুসরণ করেছিল যখন তারা প্রেরিত পৌলকে প্রচার করতে শুনেছিল: “ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্ব্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল বাস্তবিকই এইরূপ কি না, তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল।” (প্রেরিত ১৭:১১) যিহোবার সাক্ষীরা বিশ্বাস করে যে সমস্ত ধর্মীয় শিক্ষা শাস্ত্র অনুযায়ী কি না তা এইভাবে পরীক্ষা করা উচিত, তা সেই শিক্ষা তারাই দিক অথবা অন্য কেউ। তারা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে—অনুরোধ করছে—তাদের সাথে আপনার আলোচনায় তা করতে।

এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যিহোবার সাক্ষীরা বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসাবে বিশ্বাস করে। তারা এর ৬৬টি পুস্তকে অনুপ্রাণিত ও ঐতিহাসিকরূপে সত্য বলে মনে করে। যাকে সাধারণত নূতন নিয়ম বলা হয়ে থাকে তারা উল্লেখ করে খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্র বলে এবং পুরাতন নিয়মকে বলে ইব্রীয় শাস্ত্র। তারা গ্রীক ও ইব্রীয় উভয় শাস্ত্রের উপরেই নির্ভর করে এবং সেগুলিকে আক্ষরিক অর্থে গ্রহণ করে একমাত্র সেই অভিব্যক্তি অথবা পরিবেশগুলি ছাড়া যেগুলি সুস্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সেগুলি রূপক বা প্রতীকস্বরূপ। তারা উপলব্ধি করে যে বাইবেলের বহু ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা হয়েছে, অনেকগুলি পরিপূর্ণতার পথে রয়েছে ও আরও অনেকগুলি পরিপূর্ণতার অপেক্ষায় আছে।

তাদের নাম

যিহোবার সাক্ষীবৃন্দ? হ্যাঁ, এইভাবেই তারা নিজেদের উল্লেখ করে থাকে। এটি এক বর্ণনামূলক নাম, যা ইঙ্গিত দেয় যে তারা যিহোবা, তাঁর ঈশ্বরত্ব এবং তাঁর উদ্দেশ্যসকল সম্বন্ধে সাক্ষ্য বহন করে। “ঈশ্বর,” “প্রভু” এবং “সৃষ্টিকর্তা”—“রাষ্ট্রপতি,” “রাজা” এবং “প্রধান” এদের মতই—উপাধি বিশেষ ও বহু বিভিন্ন ব্যক্তির প্রতি প্রযোজ্য হতে পারে। কিন্তু “যিহোবা” একটি ব্যক্তিগত নাম এবং তা সর্বশক্তিমান ঈশ্বর ও মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে নির্দেশ করে। এটি গীতসংহিতা ৮৩:১৮ পদে দেখান হয়েছে, কিং জেমস্‌ বাইবেল সংস্করণ অনুসারে: “আর লোকে জানুক যে তুমি, একমাত্র যাঁহার নাম যিহোবা, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।”

যিহোবা (অথবা ইয়াওয়ে, যেমন রোমান ক্যাথলিক জেরুসালেম বাইবেল ও কিছু বর্তমান পণ্ডিত ব্যক্তি পছন্দ করেন) নামটি মূল ইব্রীয় শাস্ত্রে প্রায় ৭,০০০ বার পাওয়া যায়। অধিকাংশ বাইবেলে এরূপ লেখে না কিন্তু তার পরিবর্তে “ঈশ্বর” অথবা “প্রভু” লেখে। কিন্তু এমনকি এই বাইবেলগুলিতে থেকেও একজন ব্যক্তি সাধারণত বলতে পারবেন কোথায় মূল ইব্রীয় শাস্ত্রে যিহোবা ব্যবহার করেছে কারণ ঐ জায়গাগুলিতে শব্দগুলিকে বড় হাতের অক্ষরে এইভাবে পরিবর্তন করা হয়েছে: ঈশ্বর, সদাপ্রভু। কিছু আধুনিক অনুবাদ হয় যিহোবা নয়ত ইয়াওয়ে নামটি ব্যবহার করেছে। তাই, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন যিশাইয় ৪২:৮ পদে বলে, “আমি যিহোবা, ইহাই আমার নাম।”

যে শাস্ত্রীয় বর্ণনা থেকে যিহোবার সাক্ষীরা তাদের নামকে গ্রহণ করেছে তা দেওয়া আছে যিশাইয় ৪৩ অধ্যায়ে। যেখানে জগতের দৃশ্যপটকে দেখান হয়েছে এক আদালত কক্ষের একটি নাটকীয় ঘটনারূপে: জাতিগণের দেবতাদের আহ্বান করা হয়েছে তাদের সাক্ষীদের উপস্থিত করে তাদের দাবিকৃত ধার্মিকতার বিবরণগুলিকে প্রমাণ করতে অথবা যিহোবার পক্ষের সাক্ষীদের কথা শুনতে ও সত্যকে স্বীকার করতে। যিহোবা সেখানে তাঁর প্রজাদের নিকটে ঘোষণা করেছেন: “তোমরাই আমার সাক্ষী, যিহোবা বলেন, এবং আমার দাস যাদের আমি মনোনীত করেছি; যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পার, এবং বুঝিতে পার যে আমিই তিনি; আমার পূর্ব্বে কোন ঈশ্বর নির্ম্মিত হয় নাই, এবং আমার পরেও হইবে না। আমি, আমিই যিহোবা; আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই।”—যিশাইয় ৪৩:১০, ১১, আমেরিকান স্টান্ডার্ড ভারসান্‌

খ্রীষ্টের পূর্বে হাজার হাজার বছর ধরে যিহোবা ঈশ্বরের সাক্ষীরা পৃথিবীতে ছিলেন। এইরূপ কিছু বিশ্বাসী ব্যক্তির নাম ইব্রীয় ১১ অধ্যায়ে লিপিবদ্ধ করার পর, ইব্রীয় ১২:১ বলে: “অতএব এমন বৃহৎ সাক্ষিমেঘে বেষ্টিত হওয়াতে আইস, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্য্যপূর্ব্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়ি।” যীশু পন্তীয় পীলাতের সম্মুখে বলেছিলেন: “আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই।” তাকে বলা হয়েছে “বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী।” (যোহন ১৮:৩৭; প্রকাশিত বাক্য ৩:১৪) যীশু তার শিষ্যদের বলেছিলেন: “কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।”—প্রেরিত ১:৮.

তাই, বর্তমানে ৪০,০০,০০০ এর অধিক ব্যক্তিরা যারা খ্রীষ্ট যীশুর দ্বারা যিহোবার রাজ্যের সুসমাচার ২৩০টির অধিক দেশে ঘোষণা করছে তারা জানে যে যথার্থরূপেই তারা নিজেদের যিহোবার সাক্ষী হিসাবে উল্লেখ করে।

[পাদটীকাগুলো]

a উল্লেখ করা না থাকলে এই ব্রোশারে ব্যবহৃত বাইবেল অনুবাদ বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়ার পবিত্র বাইবেল থেকে গৃহীত।

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

তারা আপনার প্রতি আগ্রহী

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

ঈশ্বরের ইচ্ছা পালনার্থে তারা উৎসর্গীকৃত

[৪ পৃষ্ঠার ব্লার্ব]

তারা বিশ্বাস করে বাইবেল ঈশ্বরের বাক্য

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

আদালত কক্ষের এক নাটকীয় ঘটনার সাথে যেন সম্পর্কযুক্ত সেই নাম

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

দুশো ত্রিশটির অধিক দেশে ৪০,০০,০০০ এর অধিক সাক্ষীরা

[৪ পৃষ্ঠার চিত্র]

প্রাচীন ইব্রীয় ভাষায় ঈশ্বরের ব্যক্তিগত নাম