তারা কী বিশ্বাস করে?
তারা কী বিশ্বাস করে?
যিহোবার সাক্ষীরা সর্বশক্তিমান ঈশ্বর যিহোবা, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে। আমাদের চারিপাশে অতি জটিলরূপে পরিকল্পিত মহাবিশ্বের আশ্চর্য বস্তুসকলের অস্তিত্ব যুক্তিযুক্তভাবে প্রমাণ করে যে এক সর্বাপেক্ষা প্রজ্ঞাবান ও ক্ষমতাশালী সৃষ্টিকর্তা এ সমস্তই তৈরি করেছিলেন। যেমন পুরুষ ও নারীদের কার্যসকল তাদের গুণাবলিকে প্রতিফলিত করে, ঠিক তেমনই যিহোবা ঈশ্বরের ঐ সকল বস্তু করে থাকে। বাইবেল আমাদের বলে যে “তাঁহার অদৃশ্য গুণ জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্য্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে।” এছাড়া, বাক্য অথবা ভাষা ছাড়াই, “আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে।”—রোমীয় ১:২০; গীতসংহিতা ১৯:১-৪.
মানুষ কোন উদ্দেশ্য ছাড়া মাটির পাত্র গড়ে না অথবা টেলিভিসন সেট ও কম্পিউটার তৈরি করে না। পৃথিবী ও এর সৃষ্ট গাছপালা ও প্রাণীজগৎ আরও অনেক বেশি বিস্ময়কর। কোটি কোটি কোষ সমেত মনুষ্য দেহের গঠনপ্রণালী আমাদের বোধশক্তির বাইরে—এমনকি মস্তিষ্ক যার দ্বারা আমরা চিন্তা করি তা ধারণাতীতরূপে আশ্চর্য! তুলনামূলকভাবে মানুষের নগণ্য আবিষ্কারগুলি করতে যদি তাদের কোন উদ্দেশ্য থেকে থাকে, তাহলে নিশ্চয়ই যিহোবা ঈশ্বরের বিস্ময়াবহ সৃষ্টিসকলের জন্য তাঁর একটি উদ্দেশ্য ছিল! হিতোপদেশ ১৬:৪ বলে যে বাস্তবিকই তা ছিল: “সদাপ্রভু সকলই স্ব স্ব উদ্দেশ্যে করিয়াছেন।”
একটি উদ্দেশ্যে যিহোবা পৃথিবী নির্মাণ করেন, যা তিনি প্রথম মানব দম্পতিকে বলেছিলেন: “তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ . . . কর, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষিগণের উপরে, এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্ত্তৃত্ব কর।” (আদিপুস্তক ১:২৮) যেহেতু তারা অবাধ্য হয়েছিল, তাই এই দম্পতি পৃথিবী ধার্মিক পরিবারসকল দিয়ে পরিপূর্ণ করতে অসমর্থ হয় যারা এর গাছপালা ও জীবজন্তুকে প্রেমের সাথে যত্ন নিতে পারত। কিন্তু তাদের অসমর্থতা যিহোবার উদ্দেশ্যকে ব্যর্থ করে না। হাজার হাজার বছর পরে এই লেখা হয়েছিল: “ঈশ্বর, পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা . . . , একে অনর্থক সৃষ্টি করেন নাই।” তিনি “তাহা বাসস্থানার্থে নির্ম্মাণ করিয়াছেন।” তা ধ্বংস হবার নয়, কিন্তু “পৃথিবী চিরকাল স্থায়ী হবে।” (যিশাইয় ৪৫:১৮; উপদেশক ১:৪, দি নিউ ইংলিশ বাইবেল) পৃথিবী সম্পর্কে যিহোবার উদ্দেশ্য পূর্ণ হবেই: “আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব।”—যিশাইয় ৪৬:১০.
সুতরাং, যিহোবার সাক্ষীরা বিশ্বাস করে যে পৃথিবী চিরকাল থাকবে এবং জীবিত এবং মৃত সমস্ত ব্যক্তিরা যারা একটি সৌন্দর্যমণ্ডিত, বসতিপূর্ণ পৃথিবীর জন্য যিহোবার উদ্দেশ্য অনুযায়ী উপযোগী হবে, তারা চিরকাল সেখানে বাস করতে পারবে। সমস্ত মানবজাতি আদম ও হবা থেকে উত্তরাধিকারসূত্রে অসিদ্ধতা লাভ করেছে এবং তাই, তারা পাপী। (রোমীয় ৫:১২) বাইবেল আমাদের বলে: “পাপের বেতন মৃত্যু।” “জীবিত লোকেরা জানে যে, তাহারা মরিবে; কিন্তু মৃতেরা কিছুই জানে না।” “যে প্রাণী পাপ করে—সেই মরিবে।” (রোমীয় ৬:২৩; উপদেশক ৯:৫; যিহিষ্কেল ১৮:৪, ২০) অতএব কিভাবে তারা আবার জীবিত হতে পারে পার্থিব আশীর্বাদসমূহে অংশ নেওয়ার জন্য? একমাত্র খ্রীষ্ট যীশুর প্রায়শ্চিত মূলক বলিদানের মাধ্যমে, কারণ তিনি বলেছিলেন: “আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে।” “কবরস্থ সকলে তাঁহার রব শুনিবে ও . . . বাহির হইয়া আসিবে।”—যোহন ১১:২৫; ৫:২৮, ২৯; মথি ২০:২৮.
এটি কিরূপে সম্ভব হবে? তার ব্যাখ্যা আছে “রাজ্যের সুসমাচারের” মধ্যে যা পৃথিবীতে থাকাকালীন যীশু ঘোষণা করতে শুরু করেছিলেন। (মথি ৪:১৭-২৩) কিন্তু আজ যিহোবার সাক্ষীরা এক বিশেষ উপায়ে সেই সুসমাচার প্রচার করছে।
[১৩ পৃষ্ঠার তালিকা]
যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে
বিশ্বাস শাস্ত্রীয় কারণ
বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য ২ তীম. ৩:১৬, ১৭;
এবং সত্য ২ পিতর ১:২০, ২১; যোহন ১৭:১৭
বাইবেল পরম্পরাগত নিয়মের চেয়ে মথি ১৫:৩; কল. ২:৮
অধিক বিশ্বাসযোগ্য
ঈশ্বরের নাম যিহোবা গীত. ৮৩:১৮; যিশা. ২৬:৪; ৪২:৮, AS;
যাত্রা. ৬:৩
খ্রীষ্ট ঈশ্বরের পুত্র ও মথি ৩:১৭; যোহন ৮:৪২; ১৪:২৮;
তাঁর অধীনস্থ ২০:১৭; ১ করি. ১১:৩; ১৫:২৮
খ্রীষ্ট ঈশ্বরের সমুদয় সৃষ্টির কল. ১:১৫; প্রকা. ৩:১৪
আদি ছিলেন
খ্রীষ্ট একটি কাষ্ঠদণ্ডের উপর মারা গালা. ৩:১৩; প্রেরিত ৫:৩০
গিয়েছিলেন, ক্রুশের উপর নয়
খ্রীষ্টের মনুষ্যজীবন বাধ্য মানবসমূহের মথি ২০:২৮; ১ তীম. ২৫, ৬;
জন্য মুক্তির মূল্যরূপে প্রদান তীত ২:১৪; ১ পিতর ২:২৪
করা হয়েছিল
খ্রীষ্টের একবার বলিদানই রোমীয় ৬:১০; ইব্রীয় ৯:২৫-২৮
যথেষ্ট ছিল
খ্রীষ্টকে মৃতদের মধ্য থেকে একজন ১ পিতর ৩:১৮; রোমীয় ৬:৯;
অমর আত্মিক ব্যক্তিরূপে উঠান প্রকা. ১:১৭, ১৮
হয়েছিল
খ্রীষ্টের উপস্থিতি যোহন ১৪:১৯; মথি ২৪:৩;
আত্মিকরূপে ২ করি.৫:১৬; গীত. ১১০:১, ২
খ্রীষ্টের অধীনে রাজ্য ধার্মিকতায় যিশা. ৯:৬, ৭; ১১:১-৫;
ও শান্তিতে পৃথিবীকে দানি. ৭:১৩, ১৪; মথি ৬:১০
শাসন করবে
রাজ্য পৃথিবীতে আদর্শ গীত. ৭২:১-৪;
জীবনাবস্থা আনে প্রকা. ৭:৯, ১০, ১৩-১৭; ২১:৩, ৪
পৃথিবী কখনও ধ্বংস বা উপ. ১:৪; যিশা. ৪৫:১৮; গীত. ৭৮:৬৯
জনশূন্য হবে না
বর্তমান বিধি ব্যবস্থাকে ঈশ্বর প্রকা. ১৬:১৪, ১৬; সফ. ৩:৮;
হর্মাগিদোনের যুদ্ধে দানি. ২:৪৪; যিশা. ৩৪২
ধ্বংস করবেন
দুষ্টদের চিরকালের জন্য মথি ২৫:৪১-৪৬; ২ থিষ. ১:৬-৯
ধ্বংস করা হবে
ঈশ্বর যাদের অনুমোদন যোহন ৩:১৬; ১০:২৭, ২৮; ১৭:৩;
করেন তারা অনন্ত জীবন পাবে মার্ক ১০:২৯, ৩০
জীবনের পথে যাওয়ার একটি মথি ৭:১৩, ১৪; ইফি. ৪:৪, ৫
মাত্র রাস্তা আছে
আমরা এখন ‘শেষ কালে’ মথি ২৪:৩-১৪; ২ তীম. ৩:১-৫;
বাস করছি লূক ১৭:২৬-৩০
আদমের পাপের কারণে রোমীয় ৫:১২; ৬:২৩
মানুষের মৃত্যু হয়
মৃত্যুতে মানুষের আত্মার যিহি. ১৮:৪; উপ. ৯:১০;
অস্তিত্ব লোপ পায় গীত. ৬:৫; ১৪৬:৪; যোহন ১১:১১-১৪
নরক হচ্ছে মানুষের ইয়োব ১৪:১৩, Dy;
সাধারণ কবর প্রকা. ২০:১৩, ১৪, AV (margin)
মৃতদের জন্য আশা হচ্ছে ১ করি. ১৫:২০-২২; যোহন ৫:২৮, ২৯;
পুনরুত্থান ১১:২৫, ২৬
আদমজনিত মৃত্যু আর থাকবে না ১ করি. ১৫:২৬; প্রকা. ২১:৪;
যিশা. ২৫:৮; ১ করি. ১৫:৫৪
কেবলমাত্র ১,৪৪,০০০ এর একটি লূক ১২:৩২; প্রকা. ১৪:১, ৩;
ক্ষুদ্র মেষপাল স্বর্গে যায় ও ১ করি. ১৫:৪০-৫৩; প্রকা. ৫:৯, ১০
খ্রীষ্টের সাথে শাসন করে
এই ১,৪৪,০০০ ব্যক্তিদের ঈশ্বরের ১ পিতর ১:২৩; যোহন ৩:৩;
আত্মিক পুত্ররূপে পুনর্জন্ম হয় প্রকা. ৭:৩, ৪
আত্মিক ইস্রায়েলের সঙ্গে নূতন যির. ৩১:৩১; ইব্রীয়: ৮:১০-১৩
নিয়ম স্থাপিত হয়েছিল
খ্রীষ্টের মণ্ডলী তাঁর নিজের উপর ইফি. ২:২০; যিশা. ২৮:১৬;
ভিত্তি করে গঠিত হয় মথি ২১:৪২
একমাত্র যিহোবার নিকট খ্রীষ্টের যোহন ১৪:৬, ১৩ ১৪; ১ তীম. ২:৫
মাধ্যমে প্রার্থনা করতে হবে
উপাসনায় প্রতিমার ব্যবহার যাত্রা. ২০:৪, ৫; লেবীয়. ২৬:১;
অবব্যই উচিত নয় ১ করি. ১০:১৪; গীত. ১১৫:৪-৮
প্রেতচর্চা অবব্যই পরিত্যাগ করা দরকার দ্বি.বি. ১৮:১০-১২;
গালা. ৫:১৯-২১; লেবীয়. ১৯:৩১
শয়তান এ জগতের অদৃশ্য ১ যোহন ৫:১৯; ২ করি. ৪:৪;
শাসনকর্তা যোহন ১২:৩১
একজন খ্রীষ্টীয়ের সর্বধর্ম মুখীনতার ২ করি. ৬:১৪-১৭; ১১:১৩-১৫;
অবব্যই কোন অংশ থাকা উচিত নয় গালা. ৫:৯; দ্বি.বি. ৭:১-৫
একজন খ্রীষ্টীয়ের অবব্যই জগৎ যাকোব ৪:৪; ১ যোহন ২:১৫;
থেকে পৃথক থাকা উচিত যোহন ১৫:১৯; ১৭:১৬
ঈশ্বরের আইনগুলির সাথে বিরোধিতা মথি ২২:২০, ২১;
করে না এরূপ সমস্ত মানুষের আইনগুলির ১ পিতর ২:১২; ৪:১৫
প্রতি অবব্যই বাধ্য থাকা উচিত
খাদ্য অথবা শিরার মাধ্যমে আদি. ৯:৩, ৪; লেবীয়. ১৭:১৪;
শরীরে রক্তগ্রহণ ঈশ্বরের প্রেরিত ১৫:২৮, ২৯
আইন লঙ্ঘন করে
নৈতিকতা সম্বন্ধে বাইবেলের আইনগুলি ১ করি. ৬:৯, ১০; ইব্রীয় ১৩:৪;
অবব্যই পালন করা উচিত ১ তীম. ৩:২; হিতো. ৫:১-২৩
বিশ্রামবার পালন শুধুমাত্র যিহুদীদের দ্বি.বি. ৫:১৫; যাত্রা. ৩১:১৩;
জন্য দেওয়া হয়েছিল এবং মোশির রোমীয় ১০:৪; গালা. ৪:৯, ১০;
ব্যবস্থার সাথে তা শেষ হয়েছিল কল. ২:১৬, ১৭
যাজক শ্রেণী এবং বিশেষ মথি ২৩:৮-১২; ২০:২৫-২৭;
খেতাবসকল সঠিক নয় ইয়োব ৩২:২১, ২২
মানুষ ক্রমবিবর্তন দ্বারা নয় যিশা. ৪৫:১২; আদি. ১:২৭
কিন্তু সৃষ্ট হয়েছিল
খ্রীষ্ট উদাহরণ স্থাপন করেছিলেন যা ১ পিতর ২:২১; ইব্রীয় ১০:৭;
ঈশ্বরের পরিচর্যায় অবব্যই অনুসরণ যোহন ৪:৩৪; ৬:৩৮
করতে হবে
সম্পূর্ণ নিমজ্জন দ্বারা বাপ্তিস্ম মার্ক ১:৯, ১০; যোহন ৩:২৩;
উৎসর্গীকরণকে চিহ্নিত করে প্রেরিত ১৯:৪, ৫
খ্রীষ্টীয় ব্যক্তিরা অবব্যই শাস্ত্রীয় সত্য রোমীয় ১০:১০; ইব্রীয় ১৩:১৫;
সম্বন্ধে জনসমক্ষে সাক্ষ্য দেবেন যিশা. ৪৩:১০-১২
[১২ পৃষ্ঠার চিত্র]
পৃথিবী . . . যিহোবা দ্বারা সৃষ্ট . . . মানুষের দ্বারা যত্নকৃত . . . চিরকালের জন্য বসতিপূর্ণ
[সজন্যে]
NASA photo