পাঠ ২৬
কীভাবে আমরা আমাদের কিংডম হল দেখাশোনা করায় সাহায্য করতে পারি?
যিহোবার সাক্ষিদের প্রতিটা কিংডম হল ঈশ্বরের পবিত্র নাম বহন করে। তাই, আমরা মনে করি যে, কিংডম হলকে পরিষ্কার, সুন্দর ও ভালো অবস্থায় রাখার ব্যাপারে অংশ নেওয়া হল বিশেষ সুযোগ ও আমাদের পবিত্র উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ। সকলেই এতে অংশ নিতে পারে।
সভার পরে পরিষ্কার করার জন্য স্বেচ্ছায় এগিয়ে যান। প্রতিটা সভার পর, ভাইবোনেরা আনন্দের সঙ্গে সামান্য পরিষ্কারের কাজ করে, যাতে কিংডম হল ভালো অবস্থায় থাকে। সপ্তাহে একবার, আরও ভালো করে পরিষ্কারের কাজ করা হয়। সাধারণত যা যা করতে হবে, সেটার একটা তালিকা মেনে চলার দ্বারা একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাস কাজকে সংগঠিত করেন। প্রয়োজন অনুসারে, ব্যক্তিবিশেষরা ঝাড়ু দেওয়ার, মেঝে মোছার অথবা ভ্যাকুয়াম করার, ধুলো ঝাড়ার, চেয়ারগুলোকে সাজানোর, টয়লেট পরিষ্কার করার, জানালা ও আয়নাগুলোকে মোছার, ডাস্টবিন পরিষ্কার করার এবং কিংডম হলের চারপাশ পরিষ্কার করার জন্য স্বেচ্ছায় এগিয়ে যায়। অন্তত বছরে একবার, খুঁটিনাটি সমস্তকিছু পরিষ্কার করার জন্য একটা দিন নির্ধারণ করে রাখা হয়। কিছু কিছু কাজে, আমাদের সন্তানদেরকে অন্তর্ভুক্ত করার দ্বারা আমরা তাদেরকে আমাদের উপাসনার স্থানকে সম্মান করতে শেখাই।—উপদেশক ৫:১.
প্রয়োজনীয় যেকোনো মেরামতের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রতি বছর, কিংডম হলের ভিতরের ও বাইরের খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে, হলকে ভালো অবস্থায় রাখার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে, যা অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে সাহায্য করে। (২ বংশাবলি ২৪:১৩; ৩৪:১০) পরিষ্কার ও উত্তমভাবে রক্ষণাবেক্ষণ করা কিংডম হলই হল আমাদের ঈশ্বরের উপাসনা করার এক উপযুক্ত স্থান। এই কাজে অংশগ্রহণ করার দ্বারা আমরা দেখাই যে, আমরা যিহোবাকে ভালোবাসি এবং আমাদের উপাসনার স্থানকে মূল্যবান বলে মনে করি। (গীতসংহিতা ১২২:১) এ ছাড়া, এটা এলাকাতেও উত্তম প্রভাব ফেলে।—২ করিন্থীয় ৬:৩.
আমাদের উপাসনার স্থানকে কেন আমাদের অবহেলা করা উচিত নয়?
কিংডম হলকে পরিষ্কার রাখার জন্য কোন ব্যবস্থাদি করা হয়ে থাকে?