সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৩

কীভাবে বাইবেলের সত্য পুনরায় উন্মোচিত হয়েছিল?

কীভাবে বাইবেলের সত্য পুনরায় উন্মোচিত হয়েছিল?

১৮৭০-রের দশকে বাইবেল ছাত্ররা

১৮৭৯ সালে প্রহরীদুর্গ পত্রিকার প্রথম সংখ্যা

বর্তমানে প্রহরীদুর্গ পত্রিকা

বাইবেল ভবিষ্যদ্‌বাণী করেছিল যে, খ্রিস্টের মৃত্যুর পর প্রাথমিক খ্রিস্টানদের মধ্যে থেকেই মিথ্যা শিক্ষকেরা উত্থিত হবে এবং তারা বাইবেলের সত্যকে কলুষিত করবে। (প্রেরিত ২০:২৯, ৩০) পরবর্তী সময়ে, ঠিক সেটাই ঘটেছিল। তারা যিশুর শিক্ষাগুলোকে পৌত্তলিক ধর্মীয় ধারণাগুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল আর এভাবে নকল খ্রিস্টধর্মের উদ্ভব হয়েছিল। (২ তীমথিয় ৪:৩, ৪) কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয়, সেই সম্বন্ধে আজকে আমাদের সঠিক বোধগম্যতা রয়েছে?

সত্যকে প্রকাশ করার জন্য যিহোবার সময় এসেছিল। তিনি ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, ‘শেষকালে জ্ঞানের বৃদ্ধি হইবে।’ (দানিয়েল ১২:৪) ১৮৭০ সালে, সত্য অন্বেষণকারীদের একটা ছোটো দল বুঝতে পেরেছিল যে, গির্জার অনেক মতবাদই শাস্ত্রীয় নয়। তাই, তারা বাইবেলের আসল শিক্ষাগুলোকে বোঝার জন্য অনুসন্ধান করা শুরু করেছিল আর যিহোবা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রদান করে তাদেরকে আশীর্বাদ করেছিলেন।

আন্তরিকমনা লোকেরা মনোযোগপূর্বক বাইবেল অধ্যয়ন করেছিল। আমাদের পূর্বসূরি সেই আন্তরিক বাইবেল ছাত্ররা এমন এক অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করেছিল, যেটা আমরা আজও ব্যবহার করি। তারা এক একটা বিষয় নিয়ে বাইবেল অধ্যয়ন করেছিল। তারা যখন বাইবেলের এমন একটা পদের মুখোমুখি হতো যেটা বোঝা কঠিন, তখন তারা সেটার ব্যাখ্যার জন্য অন্যান্য পদ দেখত। তারা যখন এমন একটা উপসংহারে পৌঁছাত যেটা শাস্ত্রের বাকি অংশের সঙ্গে সংগতিপূর্ণ, তখন তারা তা লিখে রাখত। এভাবে বাইবেলকেই এর অর্থ ব্যাখ্যা করতে দেওয়ার দ্বারা তারা ঈশ্বরের নাম ও রাজ্য, মানবজাতি ও পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্য, মৃতদের অবস্থা এবং পুনরুত্থানের আশা সম্বন্ধীয় সত্যকে পুনরায় উন্মোচন করেছিল। তাদের এই অনুসন্ধান তাদেরকে অনেক মিথ্যা বিশ্বাস ও অভ্যাস থেকে স্বাধীন করেছিল।—যোহন ৮:৩১, ৩২.

১৮৭৯ সালের মধ্যে বাইবেল ছাত্ররা বুঝতে পেরেছিল যে, সত্যকে ব্যাপকভাবে জানানোর সময় এসে গিয়েছে। তাই তারা সেই বছর, প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে পত্রিকা প্রকাশ করতে শুরু করেছিল, যা এখনও আমরা প্রকাশ করে থাকি। এখন আমরা দ্বীপ ও দেশ মিলিয়ে ২৪০-টা জায়গায় ৭৫০-এরও বেশি ভাষায় লোকেদের কাছে বাইবেলের সত্যগুলো জানাচ্ছি। এর আগে আর কখনো সত্যিকারের জ্ঞানের এত বৃদ্ধি হয়নি!

  • খ্রিস্টের মৃত্যুর পর, বাইবেলের সত্যের কী হয়েছিল?

  • কী আমাদেরকে ঈশ্বরের বাক্য থেকে সত্যকে পুনরায় উন্মোচন করতে সমর্থ করেছে?