পাঠ ১৮
কীভাবে আমরা আমাদের ভাইবোনদেরকে দুর্দশার সময়ে সাহায্য করে থাকি?
যখন কোনো বিপর্যয় ঘটে, তখন যিহোবার সাক্ষিরা দেরি না করে তাদের ক্ষতিগ্রস্ত ভাইবোনদের সাহায্য করার জন্য কাজ শুরু করে দেয়। এই ধরনের প্রচেষ্টা একে অপরের প্রতি আমাদের সত্যিকারের প্রেমকে প্রকাশ করে। (যোহন ১৩:৩৪, ৩৫; ১ যোহন ৩:১৭, ১৮) কোন কোন উপায়ে আমরা সাহায্য করে থাকি?
আমরা অর্থ দান করে থাকি। যিহূদিয়াতে যখন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন আন্তিয়খিয়ার প্রাথমিক খ্রিস্টানরা তাদের আধ্যাত্মিক ভাইবোনদের কাছে আর্থিক সাহায্য পাঠিয়েছিল। (প্রেরিত ১১:২৭-৩০) একইভাবে, আমরা যখন জানতে পারি যে, পৃথিবীর কোনো স্থানে আমাদের ভাইবোনেরা দুর্দশার মুখোমুখি হচ্ছে, তখন যারা চরম অভাবের মধ্যে রয়েছে, তাদেরকে বস্তুগত সাহায্য প্রদান করার জন্য আমরা আমাদের স্থানীয় মণ্ডলীর মাধ্যমে দান পাঠিয়ে থাকি।—২ করিন্থীয় ৮:১৩-১৫.
আমরা ব্যবহারিক সাহায্য প্রদান করে থাকি। বিপর্যয়ের স্থানে থাকা প্রাচীনরা মণ্ডলীর প্রত্যেক সদস্যকে খুঁজে বের করে এটা নিশ্চিত করার জন্য যে, প্রত্যেকেই রয়েছে এবং নিরাপদে আছে। একটা ত্রাণ কমিটি হয়তো খাবারদাবার, বিশুদ্ধ পানীয় জল, জামা-কাপড়, আশ্রয় এবং চিকিৎসা সংক্রান্ত সাহায্য জোগানোর বিষয়টা সমন্বিত করতে পারে। প্রয়োজনীয় দক্ষতা রয়েছে এমন অনেক সাক্ষি নিজের খরচে স্বেচ্ছায় সেখানে যায় এবং ত্রাণ কাজে অথবা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও কিংডম হলগুলো মেরামত করার কাজে অংশগ্রহণ করে। এক সংগঠন হিসেবে আমরা যে-একতা উপভোগ করি এবং একসঙ্গে কাজ করার ফলে আমরা যে-অভিজ্ঞতা অর্জন করি, তা আমাদেরকে দ্রুত প্রয়োজনীয় সাহায্য ও কর্মী পেতে সমর্থ করে। যদিও আমরা “যাহারা বিশ্বাস-বাটীর পরিজন,” তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তবুও যখনই সম্ভব হয়, আমরা অন্যদেরকেও সাহায্য করি, তা তারা যে ধর্মেরই লোক হোক না কেন।—গালাতীয় ৬:১০.
আমরা আধ্যাত্মিক ও আবেগগত সমর্থন প্রদান করে থাকি। দুর্দশার শিকার ব্যক্তিদের বিশেষভাবে সান্ত্বনার প্রয়োজন হয়। এই সময়ে আমরা “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” যিহোবার কাছ থেকে শক্তি লাভ করি। (২ করিন্থীয় ১:৩, ৪) আমরা দুর্দশাগ্রস্তদের কাছে আনন্দের সঙ্গে বাইবেলের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে জানাই, এই আশ্বাস দিই যে, ঈশ্বরের রাজ্য শীঘ্র সেইসমস্ত দুঃখজনক ঘটনার শেষ নিয়ে আসবে, যেগুলোর কারণে বেদনা ও দুঃখকষ্ট ভোগ করতে হয়।—প্রকাশিত বাক্য ২১:৪.
-
কেন সাক্ষিরা বিপর্যয়গুলোর সময় সঙ্গেসঙ্গে সাড়া দেয়?
-
রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের কাছে আমরা কোন শাস্ত্রীয় সান্ত্বনার বিষয়ে জানাতে পারি?